দিনাজপুরের হলি ল্যান্ডে প্রয়োজন ১৬ শিক্ষক
উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নাম : হলি ল্যান্ড কলেজ।
১. পদের নাম : উপাধ্যক্ষ।
শাখা : কলেজ শাখা।
বয়স : ৪০ থেকে ৫৫ বছর।
বেতন : ৫০ হাজার থেকে ৬০ হাজার সর্বসাকুল্যে। এছাড়াও এই কলেজের সব সুবিধা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসিতে অন্তত ৩.৫০ জিপিএ বা কমপক্ষে দ্বিতীয় বিভাগসহ অনার্স ও মাস্টার্সে ২.৫০ বা দ্বিতীয় শ্রেণীতে পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : অন্তত পাঁচ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে দুই কপি পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত যুক্ত করতে হবে। নিজের নাম, পিতা, মাতার নাম, স্বামীর নাম (মহিলাদের ক্ষেত্রে), শিক্ষাগত যোগ্যতা-এভাবে পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে সত্যায়িত আকারে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নিজের মোবাইল ও মেইল আইডি এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে।
আবেদন করবেন : অফেরৎযোগ্য ১ হাজার টাকা এমআইসিআর পে-অর্ডার হিসেবে বরাবর, সভাপতি হলি ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, উত্তর বালুবাড়ি, দিনাজপুর সদর, দিনাজপুর-এই ঠিকানায় প্রেরণ করতে হবে এবং এই ঠিকানায় আবেদনপত্র খামের মাধ্যমে বা সরাসরি প্রেরণ করতে হবে কলেজ চলাকালীন সময়ের মধ্যে।
আবেদনের শেষ তারিখ : ৭ জুলাই, ২০২২।
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, মোবাইল ও পদের নাম উল্লেখ করতে হবে। ফোন, এসএমএস, মেইলের মাধ্যমে পরীক্ষাগুলোর নিয়ম ও সময় জানিয়ে দেওয়া হবে।
২. পদের নাম : সহকারী অধ্যাপক, গণিত।
শাখা : কলেজ শাখা, ৩ জনকে নেওয়া হবে।
বয়স : অনুধ্ব ৫৫ বছর।
বেতন : ৩৫ হাজার টাকা সর্বসাকুল্যে। এছাড়াও বাড়ি ভাড়া ১ হাজার, মেডিক্যাল ৫শ, অতিরিক্ত ক্লাস-ইএসপি ও এসএসপি বিল দেওয়া হবে। হোস্টেল ভিজিট বিল আছে। এই কলেজের সব সুবিধাও প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসিতে অন্তত ৩.৫০ জিপিএ বা কমপক্ষে দ্বিতীয় বিভাগসহ গণিতে অনার্স ও মাস্টার্সে ২.৫০ বা দ্বিতীয় শ্রেণীতে পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : অন্তত ১০ বছরের কলেজ শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে দুই কপি পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত যুক্ত করতে হবে। নিজের নাম, পিতা, মাতার নাম, স্বামীর নাম (মহিলাদের ক্ষেত্রে), শিক্ষাগত যোগ্যতা এভাবে পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে সত্যায়িত আকারে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নিজের মোবাইল ও মেইল আইডি এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে।
আবেদন করবেন : অফেরৎযোগ্য ৫শ টাকা এমআইসিআর পে-অর্ডার হিসেবে বরাবর, সভাপতি, হলি ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, উত্তর বালুবাড়ি, দিনাজপুর সদর, দিনাজপুর-এই ঠিকানায় প্রেরণ করতে হবে এবং এই ঠিকানায় আবেদনপত্র খামের মাধ্যমে বা সরাসরি প্রেরণ করতে হবে কলেজ চলাকালীন সময়ের মধ্যে।
আবেদনের শেষ তারিখ : ৭ জুলাই, ২০২২।
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, মোবাইল ও পদের নাম উল্লেখ করতে হবে। ফোন, এসএমএস, মেইলের মাধ্যমে পরীক্ষাগুলোর নিয়ম ও সময় জানিয়ে দেওয়া হবে।
৩. পদের নাম : সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান।
শাখা : কলেজ শাখা, ৩ জনকে নেওয়া হবে।
অনুধ্ব ৫০ বছর।
বেতন : ৩৫ হাজার টাকা সর্বসাকুল্যে। এছাড়াও বাড়ি ভাড়া ১ হাজার, মেডিক্যাল ৫শ, অতিরিক্ত ক্লাস-ইএসপি ও এসএসপি বিল দেওয়া হবে। হোস্টেল ভিজিট বিল আছে। এই কলেজের সব সুবিধাও প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসিতে অন্তত ৩.৫০ জিপিএ বা কমপক্ষে দ্বিতীয় বিভাগসহ পদার্থবিজ্ঞানে অনার্স ও মাস্টার্সে ২.৫০ বা দ্বিতীয় শ্রেণীতে পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : অন্তত ১০ বছরের কলেজ শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে দুই কপি পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত যুক্ত করতে হবে। নিজের নাম, পিতা, মাতার নাম, স্বামীর নাম (মহিলাদের ক্ষেত্রে), শিক্ষাগত যোগ্যতা এভাবে পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে সত্যায়িত আকারে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নিজের মোবাইল ও মেইল আইডি এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে।
আবেদন করবেন : অফেরৎযোগ্য ৫শ টাকা এমআইসিআর পে-অর্ডার হিসেবে বরাবর, সভাপতি হলি ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, উত্তর বালুবাড়ি, দিনাজপুর সদর, দিনাজপুর-এই ঠিকানায় প্রেরণ করতে হবে এবং এই ঠিকানায় আবেদনপত্র খামের মাধ্যমে বা সরাসরি প্রেরণ করতে হবে কলেজ চলাকালীন সময়ের মধ্যে।
আবেদনের শেষ তারিখ : ৭ জুলাই, ২০২২।
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, মোবাইল ও পদের নাম উল্লেখ করতে হবে। ফোন, এসএমএস, মেইলের মাধ্যমে পরীক্ষাগুলোর নিয়ম ও সময় জানিয়ে দেওয়া হবে।
৪. পদের নাম : প্রভাষক, গণিত।
শাখা : কলেজ শাখা, ৩ জনকে নেওয়া হবে।
বয়স : অনুধ্ব ৫০ বছর।
বেতন : ২২ হাজার টাকা সর্বসাকুল্যে। এছাড়াও বাড়ি ভাড়া ১ হাজার, মেডিক্যাল ৫শ, অতিরিক্ত ক্লাস-ইএসপি ও এসএসপি বিল দেওয়া হবে। হোস্টেল ভিজিট বিল আছে। এই কলেজের সব সুবিধাও প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসিতে অন্তত ৩.৫০ জিপিএ বা কমপক্ষে দ্বিতীয় বিভাগসহ গণিতে অনার্স ও মাস্টার্সে ২.৫০ বা দ্বিতীয় শ্রেণীতে পাশ হতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে দুই কপি পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত যুক্ত করতে হবে। নিজের নাম, পিতা, মাতার নাম, স্বামীর নাম (মহিলাদের ক্ষেত্রে), শিক্ষাগত যোগ্যতা এভাবে পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে সত্যায়িত আকারে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নিজের মোবাইল ও মেইল আইডি এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে।
আবেদন করবেন : অফেরৎযোগ্য ৫শ টাকা এমআইসিআর পে-অর্ডার হিসেবে বরাবর, সভাপতি হলি ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, উত্তর বালুবাড়ি, দিনাজপুর সদর, দিনাজপুর-এই ঠিকানায় প্রেরণ করতে হবে এবং এই ঠিকানায় আবেদনপত্র খামের মাধ্যমে বা সরাসরি প্রেরণ করতে হবে কলেজ চলাকালীন সময়ের মধ্যে।
আবেদনের শেষ তারিখ : ৭ জুলাই, ২০২২।
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, মোবাইল ও পদের নাম উল্লেখ করতে হবে। ফোন, এসএমএস, মেইলের মাধ্যমে পরীক্ষাগুলোর নিয়ম ও সময় জানিয়ে দেওয়া হবে।
৪. পদের নাম : প্রভাষক, পদার্থবিজ্ঞান।
শাখা : কলেজ শাখা, ৩ জনকে নেওয়া হবে।
বয়স : অনুধ্ব ৫০ বছর।
বেতন : ২২ হাজার টাকা সর্বসাকুল্যে। এছাড়াও বাড়ি ভাড়া ১ হাজার, মেডিক্যাল ৫শ, অতিরিক্ত ক্লাস-ইএসপি ও এসএসপি বিল দেওয়া হবে। হোস্টেল ভিজিট বিল আছে। এই কলেজের সব সুবিধাও প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসিতে অন্তত ৩.৫০ জিপিএ বা কমপক্ষে দ্বিতীয় বিভাগসহ পদার্থবিজ্ঞানে অনার্স ও মাস্টার্সে ২.৫০ বা দ্বিতীয় শ্রেণীতে পাশ হতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে দুই কপি পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত যুক্ত করতে হবে। নিজের নাম, পিতা, মাতার নাম, স্বামীর নাম (মহিলাদের ক্ষেত্রে), শিক্ষাগত যোগ্যতা এভাবে পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে সত্যায়িত আকারে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নিজের মোবাইল ও মেইল আইডি এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে।
আবেদন করবেন : অফেরৎযোগ্য ৫শ টাকা এমআইসিআর পে-অর্ডার হিসেবে বরাবর, সভাপতি হলি ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, উত্তর বালুবাড়ি, দিনাজপুর সদর, দিনাজপুর-এই ঠিকানায় প্রেরণ করতে হবে এবং এই ঠিকানায় আবেদনপত্র খামের মাধ্যমে বা সরাসরি প্রেরণ করতে হবে কলেজ চলাকালীন সময়ের মধ্যে।
আবেদনের শেষ তারিখ : ৭ জুলাই, ২০২২।
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, মোবাইল ও পদের নাম উল্লেখ করতে হবে। ফোন, এসএমএস, মেইলের মাধ্যমে পরীক্ষাগুলোর নিয়ম ও সময় জানিয়ে দেওয়া হবে।
৫. পদের নাম : প্রধান শিক্ষক।
শাখা : বিদ্যালয় শাখা, হলি ল্যান্ড কলেজ।
বয়স : ৩৫ থেকে ৫০ বছর।
বেতন : ৪৫ হাজার থেকে ৫০ হাজার সর্বসাকুল্যে। এছাড়াও এই বিদ্যালয়ের সব সুবিধা এবং প্রধান শিক্ষকের প্রাপ্য মর্যাদাদি লাভ করবেন।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসিতে অন্তত ৩.৫০ জিপিএ বা কমপক্ষে দ্বিতীয় বিভাগসহ অনার্স ও মাস্টার্সে ২.৫০ বা দ্বিতীয় শ্রেণীতে পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : অন্তত পাঁচ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে।
অগ্রাধিকার : বিএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে দুই কপি পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত যুক্ত করতে হবে। নিজের নাম, পিতা, মাতার নাম, স্বামীর নাম (মহিলাদের ক্ষেত্রে), শিক্ষাগত যোগ্যতা এভাবে পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে সত্যায়িত আকারে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নিজের মোবাইল ও মেইল আইডি এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে।
আবেদন করবেন : অফেরৎযোগ্য ১ হাজার টাকা এমআইসিআর পে-অর্ডার হিসেবে বরাবর, সভাপতি হলি ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, উত্তর বালুবাড়ি, দিনাজপুর সদর, দিনাজপুর-এই ঠিকানায় প্রেরণ করতে হবে এবং এই ঠিকানায় আবেদনপত্র খামের মাধ্যমে বা সরাসরি প্রেরণ করতে হবে বিদ্যালয় চলাকালীন সময়ের মধ্যে।
আবেদনের শেষ তারিখ : ৭ জুলাই, ২০২২।
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, মোবাইল ও পদের নাম উল্লেখ করতে হবে। ফোন, মেসেজ, মেইলের মাধ্যমে পরীক্ষাগুলোর নিয়ম ও সময় জানিয়ে দেওয়া হবে।
৬. পদের নাম : অ্যাডমিন অফিসার বা প্রশাসনিক কর্মকর্তা।
শাখা : কলেজ শাখা, হলি ল্যান্ড কলেজ।
বয়স : অনুধ্ব ৪০ বছর।
বেতন : ২২ হাজার টাকা সর্বসাকুল্যে। এছাড়াও বাড়ি ভাড়া ১ হাজার টাকা, ওভারটাইম বিল দেওয়া হবে এবং এই প্রতিষ্ঠানের সকল সুবিধা প্রদেয় হবে।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসিতে অন্তত ৩.৫০ জিপিএ বা কমপক্ষে দ্বিতীয় বিভাগসহ অনার্স ও মাস্টার্সে ২.৫০ বা দ্বিতীয় শ্রেণীতে পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : বাংলা ও ইংরেজিতে টাইপ করায় দক্ষ হতে হবে। কম্পিউটার চালাতে পারতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে দুই কপি পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত যুক্ত করতে হবে। নিজের নাম, পিতা, মাতার নাম, স্বামীর নাম (মহিলাদের ক্ষেত্রে), শিক্ষাগত যোগ্যতা এভাবে পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে সত্যায়িত আকারে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নিজের মোবাইল ও মেইল আইডি এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে।
আবেদন করবেন : অফেরৎযোগ্য ৫ টাকা এমআইসিআর পে-অর্ডার হিসেবে বরাবর, সভাপতি হলি ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, উত্তর বালুবাড়ি, দিনাজপুর সদর, দিনাজপুর-এই ঠিকানায় প্রেরণ করতে হবে এবং এই ঠিকানায় আবেদনপত্র খামের মাধ্যমে বা সরাসরি প্রেরণ করতে হবে কলেজ চলাকালীন সময়ের মধ্যে।
আবেদনের শেষ তারিখ : ৭ জুলাই, ২০২২।
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, মোবাইল ও পদের নাম উল্লেখ করতে হবে। ফোন, মেসেজ, মেইলের মাধ্যমে পরীক্ষাগুলোর নিয়ম ও সময় জানিয়ে দেওয়া হবে।
৬. পদের নাম : অ্যাডমিন অফিসার বা প্রশাসনিক কর্মকর্তা।
শাখা : বিদ্যালয় শাখা, হলি ল্যান্ড স্কুল।
বয়স : অনুধ্ব ৪০ বছর।
বেতন : ২২ হাজার টাকা সর্বসাকুল্যে। এছাড়াও বাড়ি ভাড়া ১ হাজার টাকা, ওভারটাইম বিল দেওয়া হবে এবং এই প্রতিষ্ঠানের সকল সুবিধা প্রদেয় হবে।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসিতে অন্তত ৩.৫০ জিপিএ বা কমপক্ষে দ্বিতীয় বিভাগসহ অনার্স ও মাস্টার্সে ২.৫০ বা দ্বিতীয় শ্রেণীতে পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : বাংলা ও ইংরেজিতে টাইপ করায় দক্ষ হতে হবে। কম্পিউটার চালাতে পারতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজিতে। সেখানে দুই কপি পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত যুক্ত করতে হবে। নিজের নাম, পিতা, মাতার নাম, স্বামীর নাম (মহিলাদের ক্ষেত্রে), শিক্ষাগত যোগ্যতা এভাবে পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে সত্যায়িত আকারে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নিজের মোবাইল ও মেইল আইডি এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে।
আবেদন করবেন : অফেরৎযোগ্য ৫ টাকা এমআইসিআর পে-অর্ডার হিসেবে বরাবর, সভাপতি হলি ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, উত্তর বালুবাড়ি, দিনাজপুর সদর, দিনাজপুর-এই ঠিকানায় প্রেরণ করতে হবে এবং এই ঠিকানায় আবেদনপত্র খামের মাধ্যমে বা সরাসরি প্রেরণ করতে হবে বিদ্যালয় চলাকালীন সময়ের মধ্যে।
আবেদনের শেষ তারিখ : ৭ জুলাই, ২০২২।
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, মোবাইল ও পদের নাম উল্লেখ করতে হবে। ফোন, মেসেজ, মেইলের মাধ্যমে পরীক্ষাগুলোর নিয়ম ও সময় জানিয়ে দেওয়া হবে।