বন্যাদূর্গতদের সাহায্যে বিনামূল্যে কোর্স করাবে লা স্কলারস
বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে স্বল্প খরচে জিআরই বা আইইএলটিএস সম্পন্ন করার এক সুপরিচিত প্রতিষ্ঠান লা স্কলারস। বন্যা দূর্গতদের সাহায্য করতে সম্প্রতি বিনামূল্যে কোর্স সম্পন করার ঘোষণা দিয়েছে লা স্কলারস। কোর্স সম্পন্ন হবার পর সার্টিফিকেট পেতে যে ফি দিতে হয় তার পুরোটাই বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে খরচ করা হবে।
লা স্কলারস এর কর্ণধার খন্দকার আকরাম স্টালিন ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা সিলেটে বন্যাদূর্গতদের সাহায্যে চলতি সেশনের ১৫ দিনের সব ফি মওকুফ করেছি। তবে, যারা এই কোর্সটির রেকর্ডেড ক্লাস, সব ম্যাটেরিয়ালস, পুরো প্রস্তুতির রুটিন চান তারা কোর্স প্রতি মাত্র ৩৯৯ টাকা দিবে ডোনেশন হিসেবে যার পুরোটাই যাবে সিলেটের বন্যা কবলিত মানুষের জন্য।
তিনি বলেন, আমি আসলে নিজের অবস্থান থেকে কিছু একটা করতে চাচ্ছি। যারা টাকার জন্য আইইএলটিএস বা জিআরই এর কোনো সঠিক নির্দেশনা পাচ্ছেন না তাদের জন্য এবং বাংলাদেশে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য।
ক্লাস ও সার্টিফিকেট সম্পর্কে তিনি জানান, মোট ক্লাস ১০টি; মক টেস্ট ২টি এবং সব ম্যাটেরিয়ালস, স্টাডি প্ল্যান ও ই-সার্টিফিকেট দেওয়া হবে।
২৭ জুন রাত ৯টায় জুম ভিডিও কনফারেন্সে প্রথম ক্লাস অনুষ্ঠিত হবে বলে জানান খন্দকার স্টালিন।
বিস্তারিত জানতে চোখ রাখুন লা স্কলারস এর ফেসবুক পেজ এ।
খন্দকার আকরাম স্টালিন বর্তমানে মালয়েশিয়ার এশিয়ান ইন্সটিটিউট অব মেডিসিন সাইন্স অ্যান্ড টেকনলজি বিশ্ববিদ্যালয়ে (এআইএমএসটি) গবেষক হিসেবে কর্মরত আছেন। এর বাইরেও তিনি প্রায় ১৮ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করছেন ও উচ্চশিক্ষা নিয়ে কাজ করছেন। এখন পর্যন্ত ৩৫ টি দেশের ২০ হাজারের বেশি উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীকে সরাসরি জিআরই, আইইএলটিএস, স্টেটমেন্ট অব পারপাস, ইউনিভার্সিটি এপ্লিকেশন প্রসেসে সহযোগিতা করেছেন।
তিনি নটরডেম কলেজের একজন সাবেক শিক্ষার্থী। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে স্নাতক এবং মালয়েশিয়ার এআইএমএসটি থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
স্টালিনের স্বপ্ন, বাংলাদেশের শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠবে দুনিয়ার সব বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ।
উচ্চশিক্ষা প্রসারের পাশাপশি তিনি প্রায় ১৩ বছর ধরে পথশিশু, এতিম বাচ্চা, মাদ্রাসা, বেদে পল্লীর বাচ্চাদের নিয়ে কাজ করছেন।
/এএস