নার্স সুপারিনটেনডেন্ট নেবে উত্তরা আধুনিক মেডিক্যাল হাসপাতাল
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ মেডিক্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার (বিএমএসআরআই)।
অধীভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নাম : উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
পদের নাম : নার্সিং সুপারিনটেনডেন্ট।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে অবশ্যই বি.এসসি. নার্সিং পাশ হতে হবে।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো ভালো সরকারী বা বেসরকারী হাসপাতালে নাসিং সুপারিনটেনডেন্ট হিসেবে অন্তত পাঁচ বছরের বাস্তব কমঅভিজ্ঞতা থাকতে হবে।
অগ্রাধিকার : পাবলিক হেলথ বা জনস্বাস্থ্যে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা পাশ প্রার্থীরা অগ্রাধিকার লাভ করবেন।
বেতন : বাংলাদেশ মেডিক্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার (বিএমএসআরআই)’র নিয়মানুসারে বেতন, ভাতা ও সুবিধাদি লাভ করবেন।
বয়স : নিয়মিত চাকরি করা প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। বেশি শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বয়স শিথিল করা হবে।
নিয়োগ প্রক্রিয়া : যাদের বয়স ৪৫ বছরের মধ্যে আছে, তাদের নিয়মিত ও যাদের ৪৫ বছরের বেশি তাদের চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
আবেদন করবেন : ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। তাতে দুই কপি পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতাসহ অন্যান্য সব যোগ্যতা (থেকে থাকলে) সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে।
আবেদনের প্রক্রিয়া : আবেদনপত্রটি এক হাজার টাকার অফেরৎযোগ্য পে-অর্ডারের মাধ্যমে প্রদান করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বিএমএসআইআরের নোটিশ বোর্ডে আবেদনকারীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। এর বাদেও প্রার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এই পরীক্ষার উল্লেখিত তথ্যগুলো প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ৯ জুন, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদন করবেন : হাতে, হাতে বা ডাকে।
আবেদনের ঠিকানা : বরাবর, অনারারি সেক্রেটারি, বাংলাদেশ মেডিক্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার (বিএমএসআরআই), বাড়ি নং-৩৩-৩৫, রোড-১৪/এ, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯। আবেদনপত্র সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে জমা দিতে হবে।
ওএস।