১শ কমিউনিটি ফিল্ড অর্গানাইজার অফিসার নিয়োগ হবেন
এনজিও’র নাম : সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র।
ধরণ : অলাভজনক বেসরকারী উন্নয়ন সংস্থা।
নিয়োগের কারণ : শাখা বাড়ানো ও কাজ ব্যাপকভাবে করা।
নিয়োগ দেওয়া হবে : মোট ১শ জন কমিউনিটি অগানাইজার বা সিও গ্রেড-১, ফিল্ড অফিসার হিসেবে।
কাজের ধরণ : নির্বাচিত কর্মীদের মাঠ পর্যায়ে সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র সমিতি গড়ে তুলতে হবে। সমিতিগুলোর মাধ্যমে সংস্থার নানা কার্যক্রম পরিচালনা করা হবে। তবে তাদের সঞ্চয় সংগ্রহ, ঋণদান ও আদায় কার্যক্রম পরিচালনা করতে হবে।
১. পদের নাম : সিনিয়র কমিউনিটি অর্গানাইজার বা এসসিও, গ্রেড-১।
শিক্ষাগত যোগ্যতা : সামাজিক বিজ্ঞান, অর্থনীতি, শিক্ষা, সমাজকল্যাণ, উন্নয়ন অধ্যয়ন ইত্যাদি বেসরকারী উন্নয়ন সংস্থা সংশ্লিষ্ট বিষয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী হবেন। এর আগে যারা কমিউনিটি অর্গানাইজার হিসেবে চাকরি করেছেন তারা কর্মসূত্রে আবেদনের যোগ্য। এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি মাস্টার্স পাশ হিসেবে প্রকাশিত হয়েছে। এই শিক্ষাগত যোগ্যতাধারীরা আবেদন করবেন।
প্রশিক্ষণকাল : এক মাস। এই সময়ে সাকুল্যে বেতন ১৫ হাজার টাকা।
নিয়োগের প্রক্রিয়া : এরপর চূড়ান্তভাবে নিয়োগ দান করা হবে ও বেতন দেওয়া হবে মাসে সাকুল্য ১৮ হাজার টাকা করে। এই সময়কাল হবে তিনটি মাস। এটি শিক্ষানবীশকাল। এর চারমাস পর চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। তখন বেতন হবে ২০ হাজার টাকা। প্রাতিষ্ঠানিক সব সুবিধা ও ভাতাদি প্রদান করা হবে এরপর।
সুবিধা ও ভাতাদি : চাকরি স্থায়ী হবার পর প্রতিজন কর্মকর্তা সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রর প্রাতিষ্ঠানিক বেতন কাঠামো লাভ করবেন। তাদের প্রত্যেককে যাতায়াত ভাতা হিসেবে মোটর সাইকেল বা সাইকেল খরচ দেওয়া হবে। মোবাইল বিল, দুপুরে খাবার ভাতা, প্রাতিষ্ঠানিক প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুই ঈদে বেতনের সমান ও অর্ধেক এবং আবাসনের সুবিধা আছে। নারীরা আবাসনে না থাকলে ভাতার পরও অতিরিক্ত ১৫শ টাকা আবাসন ভাতা মাসে লাভ করবেন।
আবেদনের নিয়ম : দুইকপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবিসহ একটি পূর্ণ ইংরেজিতে, শিক্ষাগত যোগ্যতা অনুসারে আবেদনপত্র তৈরি করতে হবে। তার সঙ্গে সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। আবেদনে মোবাইল, মেইল ও যোগাযোগের বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। আবেদনপত্রে অবশ্যই ফিল্ড অফিসার হিসেবে যেকোনো বেসরকারী উন্নয়ন সংস্থায় কর্মঅভিজ্ঞতা থেকে থাকলে উল্লেখ করতে হবে।
আবেদন করবেন : বরাবর এইচআইডি ম্যানেজার, সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ৮৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ফামগেট, ঢাকা-১২১৫। ডেইলি স্টার ভবনের উল্টোদিকে, ফার্মগেট থেকে নদান ইউনিভার্সিটি আসার রাস্তায়।
আবেদনের শেষ তারিখ : ৭ জুন, ২০২২ অফিস সময়ের মধ্যে।
বয়স : ২০ থেকে ৩৫ বছর।
জামানত : কোনো জামানত প্রয়োজন নেই।
২. পদের নাম : সিনিয়র কমিউনিটি অর্গানাইজার বা এসসিও, গ্রেড-২।
শিক্ষাগত যোগ্যতা : সামাজিক বিজ্ঞান, অর্থনীতি, শিক্ষা, সমাজকল্যাণ, উন্নয়ন অধ্যয়ন ইত্যাদি বেসরকারী উন্নয়ন সংস্থা সংশ্লিষ্ট বিষয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী হবেন। এর আগে যারা সহকারী কমিউনিটি অর্গানাইজার হিসেবে চাকরি করেছেন তারা কর্মসূত্রে আবেদনের যোগ্য। এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনার্স পাশ হিসেবে প্রকাশিত হয়েছে। এই শিক্ষাগত যোগ্যতাধারীরা আবেদন করবেন।
প্রশিক্ষণকাল : এক মাস। এই সময়ে সাকুল্যে বেতন ১৪ হাজার টাকা।
নিয়োগের প্রক্রিয়া : এরপর চূড়ান্তভাবে নিয়োগ দান করা হবে ও বেতন দেওয়া হবে মাসে সাকুল্য ১৬ হাজার টাকা করে। এই সময়কাল হবে তিনটি মাস। এটি শিক্ষানবীশকাল। এর চারমাস পর চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। তখন বেতন হবে ১৮ হাজার টাকা। প্রাতিষ্ঠানিক সব সুবিধা ও ভাতাদি প্রদান করা হবে এরপর।
সুবিধা ও ভাতাদি : চাকরি স্থায়ী হবার পর প্রতিজন কর্মকর্তা সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রর প্রাতিষ্ঠানিক বেতন কাঠামো লাভ করবেন। তাদের প্রত্যেককে যাতায়াত ভাতা হিসেবে মোটর সাইকেল বা সাইকেল খরচ দেওয়া হবে। মোবাইল বিল, দুপুরে খাবার ভাতা, প্রাতিষ্ঠানিক প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুই ঈদে বেতনের সমান ও অর্ধেক এবং আবাসনের সুবিধা আছে। নারীরা আবাসনে না থাকলে ভাতার পরও অতিরিক্ত ১৫শ টাকা আবাসন ভাতা মাসে লাভ করবেন।
আবেদনের নিয়ম : দুইকপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবিসহ একটি পূর্ণ ইংরেজিতে, শিক্ষাগত যোগ্যতা অনুসারে আবেদনপত্র তৈরি করতে হবে। তার সঙ্গে সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। আবেদনে মোবাইল, মেইল ও যোগাযোগের বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। আবেদনপত্রে অবশ্যই ফিল্ড অফিসার হিসেবে যেকোনো বেসরকারী উন্নয়ন সংস্থায় কর্মঅভিজ্ঞতা থেকে থাকলে উল্লেখ করতে হবে।
আবেদন করবেন : বরাবর এইচআইডি ম্যানেজার, সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ৮৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ফামগেট, ঢাকা-১২১৫। ডেইলি স্টার ভবনের উল্টোদিকে, ফার্মগেট থেকে নদান ইউনিভার্সিটি আসার রাস্তায়।
আবেদনের শেষ তারিখ : ৭ জুন, ২০২২ অফিস সময়ের মধ্যে।
বয়স : ২০ থেকে ৩৫ বছর।
জামানত : কোনো জামানত প্রয়োজন নেই।
৩. পদের নাম : সিনিয়র কমিউনিটি অর্গানাইজার বা এসসিও, গ্রেড-৩।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি এইচএসসি বা সমমানে পাশ হিসেবে প্রকাশিত হয়েছে। এই শিক্ষাগত যোগ্যতাধারীরা আবেদন করবেন।
প্রশিক্ষণকাল : এক মাস। এই সময়ে সাকুল্যে বেতন ১৩ হাজার টাকা।
নিয়োগের প্রক্রিয়া : এরপর চূড়ান্তভাবে নিয়োগ দান করা হবে ও বেতন দেওয়া হবে মাসে সাকুল্য ১৫ হাজার টাকা করে। এই সময়কাল হবে তিনটি মাস। এটি শিক্ষানবীশকাল। এর চারমাস পর চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। তখন বেতন হবে ১৭ হাজার টাকা। প্রাতিষ্ঠানিক সব সুবিধা ও ভাতাদি প্রদান করা হবে এরপর।
সুবিধা ও ভাতাদি : চাকরি স্থায়ী হবার পর প্রতিজন কর্মকর্তা সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রর প্রাতিষ্ঠানিক বেতন কাঠামো লাভ করবেন। তাদের প্রত্যেককে যাতায়াত ভাতা হিসেবে মোটর সাইকেল বা সাইকেল খরচ দেওয়া হবে। মোবাইল বিল, দুপুরে খাবার ভাতা, প্রাতিষ্ঠানিক প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুই ঈদে বেতনের সমান ও অর্ধেক এবং আবাসনের সুবিধা আছে। নারীরা আবাসনে না থাকলে ভাতার পরও অতিরিক্ত ১৫শ টাকা আবাসন ভাতা মাসে লাভ করবেন।
আবেদনের নিয়ম : দুইকপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবিসহ একটি পূর্ণ বাংলায়, শিক্ষাগত যোগ্যতা অনুসারে আবেদনপত্র তৈরি করতে হবে। তার সঙ্গে সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেট আকারে যুক্ত করতে হবে। আবেদনে মোবাইল, মেইল ও যোগাযোগের বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। আবেদনপত্রে অবশ্যই ফিল্ড অফিসার হিসেবে যেকোনো বেসরকারী উন্নয়ন সংস্থায় কর্মঅভিজ্ঞতা থেকে থাকলে উল্লেখ করতে হবে।
আবেদন করবেন : বরাবর এইচআইডি ম্যানেজার, সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ৮৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ফামগেট, ঢাকা-১২১৫। ডেইলি স্টার ভবনের উল্টোদিকে, ফার্মগেট থেকে নদান ইউনিভার্সিটি আসার রাস্তায়।
আবেদনের শেষ তারিখ : ৭ জুন, ২০২২ অফিস সময়ের মধ্যে।
বয়স : ২০ থেকে ৩৫ বছর।
জামানত : কোনো জামানত প্রয়োজন নেই।