৩৮ অফিসার নেবে গাইবান্ধার এসকেএস ফাউন্ডেশন
এনজিও’র নাম : এসকেএস ফাউন্ডেশন (সমাজ কল্যাণ সংস্থা)।
ধরণ : ১৯৮৭ সাল থেকে গরীবের জীবন মানোন্নয়নের জন্য নানা ধরণের প্রকল্প পরিচালনা করে।
নিয়োগ দেওয়া হবে : কুষ্টিয়া, মেহেরপুর, টাঙ্গাইল, গাজীপুর, কক্সবাজার ও ঢাকায়।
কাজ করবেন : এসকেএস ফাউন্ডেশন-এনআরবিসি পার্টনারশিপ প্রগ্রামে। সঞ্চয়, ঋণদান ও সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবেন।
১. পদের নাম : সহকারী ফিল্ড কো-অর্ডিনেটর (এএফকো)।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিভাগ থেকে ভালো ও স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ মাস্টার্স।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো এনজিও বা যেকোনো আর্থিক প্রতিষ্ঠানে ঋণদান ও আদায় এবং সঞ্চয় কার্যক্রম বা সংশ্লিষ্ট কর্মে অন্তত দুই থেকে চার বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে ও মোট ১৫ থেকে ২০টি শাখা পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি রিপোর্টিং ও বিশ্লেষণ করে জমাদানে দক্ষতা থাকতে হবে।
বয়স : ৪৫ বছরের মধ্যে।
শিক্ষানবিশকালে বেতন, ভাতা : সাকুল্যে ৫৫ হাজার টাকা।
চাকরি স্থায়ী হলে বেতন, ভাতা: এই প্রতিষ্ঠানের বেতনকাঠামো অনুসারে বেতন, ভাতা ও সকল সুবিধাদি প্রদেয় হবে। এর বাদেও এনজিও প্রতিষ্ঠানগুলোর সুবিধাদি তো আছেই। আছে বেতন কাঠামো, সপ্তাহে দুই দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, চিকিৎসা সেবা, উৎসব ও নববর্ষ ভাতা, মোটর সাইকেল ভাতা, চিকিৎসা ইত্যাদি আছে।
আবেদনের নিয়ম : একটি সার্টিফিকেটানুসারে ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানাগুলো প্রদান করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ সুবিধার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতিতে আবেদন করতে হবে ও উল্লেখ থাকবে। আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট আকারের সদ্য তোলা ছবি যুক্ত করতে হবে। নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২১ মে ২০২২, অফিস সময়ের মধ্যে। চাইলে এর আগে মেইলে ও ডাকে অথবা সরাসরি যেভাবে সুবিধা আবেদন করতে পারবেন।
আবেদন পত্রের ঠিকানা : উপ-পরিচালক মহোদয়, প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন বিভাগ, এসকেএস ফাউন্ডেশন (সমাজ কল্যাণ সংস্থা), উত্তর হরিণ সিংহা, কলেজ রোড, গাইবান্ধা-৫৭০০। মোবাইল : ০১৭১৩৪৮৪৪৩০। ওয়েব : https://www.sks-bd.org.
নিয়োগের ধরণ : বাছাই প্রার্থীরা লিখিত ও মৌখিক এবং প্রশিক্ষণে যোগদান করবেন।
উল্লেখ্য : চাকরিতে যোগদানের সময় ফেরৎযোগ্য ১৫ হাজার টাকা জামানত দিতে হবে ও নির্দিষ্ট মেয়াদের পর ফেরৎ দেওয়া হবে।
২. পদের নাম : এরিয়া ম্যানেজার (এএম)।
পদের সংখ্যা : সাতটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিভাগ থেকে ভালো ও স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ মাস্টার্স।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো এনজিও বা যেকোনো আর্থিক প্রতিষ্ঠানে ঋণদান ও আদায় এবং সঞ্চয় কার্যক্রম বা সংশ্লিষ্ট কর্মে অন্তত দুই থেকে চার বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে ও মোট ৫টি শাখা পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি রিপোর্টিং ও বিশ্লেষণ করে জমাদানে দক্ষতা থাকতে হবে। ফলে সমাজবিজ্ঞান, শিক্ষা, সমাজ কল্যাণ, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়নের মতো সংশ্লিষ্ট বিষয়গুলো অগ্রাধিকার লাভ করবে। মোটর সাইকেল চালাতে পারতে হবে। নিজের লাইসেন্স থাকতে হবে।
বয়স : ৪৫ বছরের মধ্যে।
শিক্ষানবিশকালে বেতন, ভাতা : সাকুল্যে ৩৪ হাজার ৫শ টাকা।
চাকরি স্থায়ী হলে বেতন, ভাতা: এই প্রতিষ্ঠানের বেতনকাঠামো অনুসারে বেতন, ভাতা ও সকল সুবিধাদি প্রদেয় হবে। এর বাদেও এনজিও প্রতিষ্ঠানগুলোর সুবিধাদি তো আছেই। আছে বেতন কাঠামো, সপ্তাহে দুই দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, চিকিৎসা সেবা, উৎসব ও নববর্ষ ভাতা, মোটর সাইকেল ভাতা, চিকিৎসা ইত্যাদি আছে।
আবেদনের নিয়ম : একটি সার্টিফিকেটানুসারে ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানাগুলো প্রদান করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ সুবিধার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতিতে আবেদন করতে হবে ও উল্লেখ থাকবে। আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট আকারের সদ্য তোলা ছবি যুক্ত করতে হবে। নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২১ মে ২০২২, অফিস সময়ের মধ্যে। চাইলে এর আগে মেইলে ও ডাকে অথবা সরাসরি যেভাবে সুবিধা আবেদন করতে পারবেন।
আবেদন পত্রের ঠিকানা : উপ-পরিচালক মহোদয়, প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন বিভাগ, এসকেএস ফাউন্ডেশন (সমাজ কল্যাণ সংস্থা), উত্তর হরিণ সিংহা, কলেজ রোড, গাইবান্ধা-৫৭০০। মোবাইল : ০১৭১৩৪৮৪৪৩০। ওয়েব : https://www.sks-bd.org.
নিয়োগের ধরণ : বাছাই প্রার্থীরা লিখিত ও মৌখিক এবং প্রশিক্ষণে যোগদান করবেন।
উল্লেখ্য : নির্বাচিতদের সাইকেল বা হোন্ডা চালাতে হবে। চাকরিতে যোগদানের সময় ফেরৎযোগ্য ১৫ হাজার টাকা জামানত দিতে হবে ও নির্দিষ্ট মেয়াদের পর ফেরৎ দেওয়া হবে।
৩. পদের নাম : ফিল্ড অফিসার (এফও)।
পদের সংখ্যা : ৩০।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিভাগ থেকে ভালো ও স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ মাস্টার্স।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো এনজিও বা যেকোনো আর্থিক প্রতিষ্ঠানে ঋণদান ও আদায় এবং সঞ্চয় কার্যক্রম বা সংশ্লিষ্ট কর্মে অন্তত দুই থেকে তিন বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে ও মোট ৫টি শাখা পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি রিপোর্টিং ও বিশ্লেষণ করে জমাদানে দক্ষতা থাকতে হবে। ফলে সমাজবিজ্ঞান, শিক্ষা, সমাজ কল্যাণ, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়নের মতো সংশ্লিষ্ট বিষয়গুলো অগ্রাধিকার লাভ করবে। মোটর সাইকেল চালাতে পারতে হবে।
বয়স : ৩৫ বছরের মধ্যে।
শিক্ষানবিশকালে বেতন, ভাতা : সাকুল্যে ১৮ হাজার টাকা।
চাকরি স্থায়ী হলে বেতন, ভাতা: এই প্রতিষ্ঠানের বেতনকাঠামো অনুসারে বেতন, ভাতা ও সকল সুবিধাদি প্রদেয় হবে। এর বাদেও এনজিও প্রতিষ্ঠানগুলোর সুবিধাদি তো আছেই। আছে বেতন কাঠামো, সপ্তাহে দুই দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, চিকিৎসা সেবা, উৎসব ও নববর্ষ ভাতা, মোটর সাইকেল ভাতা, চিকিৎসা ইত্যাদি আছে।
আবেদনের নিয়ম : একটি সার্টিফিকেটানুসারে ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানাগুলো প্রদান করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ সুবিধার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতিতে আবেদন করতে হবে ও উল্লেখ থাকবে। আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট আকারের সদ্য তোলা ছবি যুক্ত করতে হবে। নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২১ মে ২০২২, অফিস সময়ের মধ্যে। চাইলে এর আগে মেইলে ও ডাকে অথবা সরাসরি যেভাবে সুবিধা আবেদন করতে পারবেন।
আবেদন পত্রের ঠিকানা : উপ-পরিচালক মহোদয়, প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন বিভাগ, এসকেএস ফাউন্ডেশন (সমাজ কল্যাণ সংস্থা), উত্তর হরিণ সিংহা, কলেজ রোড, গাইবান্ধা-৫৭০০। মোবাইল : ০১৭১৩৪৮৪৪৩০। ওয়েব : https://www.sks-bd.org.
নিয়োগের ধরণ : বাছাই প্রার্থীরা লিখিত ও মৌখিক এবং প্রশিক্ষণে যোগদান করবেন।
উল্লেখ্য : নির্বাচিতদের সাইকেল বা হোন্ডা চালাতে হবে। চাকরিতে যোগদানের সময় ফেরৎযোগ্য ৮ হাজার টাকা জামানত দিতে হবে ও নির্দিষ্ট মেয়াদের পর ফেরৎ দেওয়া হবে।
(ছবিটি এসকেএস ফাউন্ডেশন হাসপাতালের)