এমপিও নেবে নাভানা ফার্মা
প্রতিষ্ঠানের নাম : নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
পদের নাম : মেডিক্যাল প্রমোশন অফিসার বা এমপিও।
নিয়োগের ধরণ : সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অন্তত অনার্স পাশ।
কর্মআগ্রহ : বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতা, এক কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিতে যুক্ত করে আবেদনপত্র নিয়ে ঢাকার হিউম্যান হেলথ বিভাগে ১৮ ও ১৯ মে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে আসতে হবে। এর বাদে সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে উপস্থিত হতে হবে অন্যান্য প্রার্থীদের চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর, দিনাজপুর, কুমিল্লা ও ভৈরবের শাখা অফিসে, যে এলাকা থেকে তিনি আবেদন করবেন, সেভাবে হিসেব করে।
আবেদন ও সাক্ষাৎকারের স্থান : ঢাকা-করপোরেট অফিস-বাড়ি ৯৯, রোড ৪, ব্লক-বি, ঢাকা ১২১৩। প্রয়োজনে ফোন : ০১৩২১১২৯৩৩০, ০১৩২১১২৯৩৪০। চট্টগ্রাম : মনসুর ম্যানশন, রোড ১, বাড়ি ১৫, হোটেল ওয়াল পার্কের উল্টো দিকে, ও.আর. নিজাম রোড, চট্টগ্রাম। ফোন: ০১৩২১১২৯৩২৭, ০১৩২১১২৯৩২৮। রাজশাহী : বাড়ি-১৪০, সেক্টর ৩, হাউজিং এস্টেট, উপশহর, রাজশাহী। ফোন : ০১৩২১১২৯৩৪১। বরিশাল : সালেহা মঞ্জিল, হোল্ডিং ১৪৭, ওয়ার্ড ১, ইউনুস খান সড়ক, কাউনিয়া, বরিশাল সদর। ফোন : ০১৩২১১২৯৩২০। রংপুর : বাড়ি-৩, রোড-১, ফয়জন ভিলা, কেরানিপাড়া, নাসিরাবাদ, রংপুর। ফোন : ০১৩২১১২৯৩২৫। দিনাজপুর : দক্ষিণ বাবু বাড়ি, কামারপাড়া, দিনাজপুর। ফোন ০১৩২১১২৯৪৭৭। কুমিল্লা : হোল্ডিং নম্বর-৮৪৫, শিপআনাগাড়ি গেট, কুমিল্লা- ০১৩২১১২৯৩২৯। ভৈরব : হোল্ডিং ১৬৮৫, কমলপুর, নতুন শহর, ফোন : ০১৩২১১২৯৩৩৭।
বেতন, ভাতা : তুলনামূলকভাবে ভালো বেতন, ভাতা দেওয়া হবে। টিএ, ডিএ দেওয়া হবে। প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়িটি আছে। আকষণীয় ইনস্যুরেন্স আছে। দ্রæত ক্যারিয়ার গড়ে উঠবে। দলগত জীবনবীমা আছে। কমীরা কাজের বিনিময়ে লাভ শেয়ার করবেন।