ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসআরটিতে তিন সহকারী অধ্যাপক ও তিন প্রভাষকের নিয়োগ
ইনস্টিটিউটের নাম : পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ (ইনস্টিটিউট অব স্টাটিসটিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-আইএসআরটি)।
১. পদের নাম : সহকারী অধ্যাপক।
পদের ধরণ : স্থায়ী শূণ্য পদ।
পদের সংখ্যা : তিনটি।
বেতন স্কেল : ৩৫ হাজার ৫শ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকার বেতন স্কেল।
সুবিধা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সব সুবিধা প্রদেয় হবে।
শিক্ষাগত যোগ্যতা : ফলিত পরিসংখ্যানে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণী অথবা সিজিপিএ ৪.০০’র মধ্যে অন্তত ৩.৫০ পেতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অন্তত প্রথম শ্রেণী বা সিজিপিএতে ৫.০০’র মধ্যে অন্তত ৪.২৫ পেতে হবে। যারা প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন অনার্স বা মাস্টার্সে, তাদের অন্য যেকোনো একটি পাবলিক পরীক্ষার শর্ত শিথিল করা হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মযোগ্যতা : যেকোনো ভালো বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রদান ও গবেষণায় অন্তত তিন বছরের অভিজ্ঞতা এবং যেকোনো স্বীকৃত ও ভালো জার্নালে অন্তত তিনটি ভালো গবেষণা প্রবন্ধ লিখতে হবে। প্রিডাটরি বা লুন্ঠিত গবেষণা বা প্রকাশনা গ্রহণযোগ্য নয়। শিক্ষাদানের পাশে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার অভিজ্ঞতা ও কৃতিত্ব বিশেষ যোগ্যতা হিসেবে গণ্য হবে। তার বাদেও ছাত্র, ছাত্রীদের সার্বিক, শিক্ষাগত ও জীবনগত কার্যক্রমের জড়িত থাকা যোগ্যতার মধ্যে পড়ে। এরপর তাদের পাঠ্যক্রম এবং পাঠ্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় অবদান বিশেষ যোগ্যতা হবে।
উল্লেখ্য : যোগ্যতা যাদের সমান তাদের মধ্যে পিএইচডিধারীরা অগ্রাধিকার লাভ করবেন।
আবেদনের ঠিকানা: বরাবর, পরিচালক মহোদয়, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আবেদনের নিয়ম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমির পাশে এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন-৮৮০২৯৬৬২৯৫০-১২৩৪। এরপর রেজিস্ট্রার স্যার বরাবর অফেরৎযোগ্য সাড়ে ৭শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে। সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং প্রশিক্ষণের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য দেওয়া যাবে না। একটি আবেদনে সব যোগ্যতার মোট সাতটি সেট জমা দিতে হবে আইএসআরটি’র পরিচালক স্যারের কার্যালয়ে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়।
২. পদের নাম : প্রভাষক।
পদের ধরণ : স্থায়ী শূণ্য পদ।
পদের সংখ্যা : একটি।
বেতন স্কেল : ২২ হাজার ৫শ টাকা থেকে ৫৩ হাজার ৫০ টাকার বেতন স্কেল।
সুবিধা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সব সুবিধা প্রদেয় হবে।
শিক্ষাগত যোগ্যতা : ফলিত পরিসংখ্যানে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণী অথবা সিজিপিএ ৪.০০’র মধ্যে অন্তত ৩.৫০ পেতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অন্তত প্রথম শ্রেণী বা সিজিপিএতে ৫.০০’র মধ্যে অন্তত ৪.২৫ পেতে হবে। যারা প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন অনার্স বা মাস্টার্সে, তাদের অন্য যেকোনো একটি পাবলিক পরীক্ষার শর্ত শিথিল করা হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মযোগ্যতা : যেকোনো ভালো বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রদান ও গবেষণায় অন্তত তিন বছরের অভিজ্ঞতা এবং যেকোনো স্বীকৃত ও ভালো জার্নালে অন্তত তিনটি ভালো গবেষণা প্রবন্ধ লিখতে হবে। প্রিডাটরি বা লুন্ঠিত গবেষণা বা প্রকাশনা গ্রহণযোগ্য নয়। শিক্ষাদানের পাশে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার অভিজ্ঞতা ও কৃতিত্ব বিশেষ যোগ্যতা হিসেবে গণ্য হবে। তার বাদেও ছাত্র, ছাত্রীদের সার্বিক, শিক্ষাগত ও জীবনগত কার্যক্রমের জড়িত থাকা যোগ্যতার মধ্যে পড়ে। এরপর তাদের পাঠ্যক্রম এবং পাঠ্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় অবদান বিশেষ যোগ্যতা হবে।
উল্লেখ্য : যোগ্যতা যাদের সমান তাদের মধ্যে পিএইচডিধারীরা অগ্রাধিকার লাভ করবেন।
আবেদনের ঠিকানা: বরাবর, পরিচালক মহোদয়, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আবেদনের নিয়ম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমির পাশে এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন-৮৮০২৯৬৬২৯৫০-১২৩৪। এরপর রেজিস্ট্রার স্যার বরাবর অফেরৎযোগ্য সাড়ে ৭শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে। সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং প্রশিক্ষণের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য দেওয়া যাবে না। একটি আবেদনে সব যোগ্যতার মোট সাতটি সেট জমা দিতে হবে আইএসআরটি’র পরিচালক স্যারের কার্যালয়ে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়।
৩. পদের নাম : প্রভাষক।
পদের ধরণ : অস্থায়ী, তাৎক্ষণিকভাবে সৃষ্ট পদ।
পদের সংখ্যা : দুইটি।
বেতন স্কেল : ২২ হাজার ৫শ টাকা থেকে ৫৩ হাজার ৫০ টাকার বেতন স্কেল।
সুবিধা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সব সুবিধা প্রদেয় হবে।
শিক্ষাগত যোগ্যতা : ফলিত পরিসংখ্যানে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণী অথবা সিজিপিএ ৪.০০’র মধ্যে অন্তত ৩.৫০ পেতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অন্তত প্রথম শ্রেণী বা সিজিপিএতে ৫.০০’র মধ্যে অন্তত ৪.২৫ পেতে হবে। যারা প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন অনার্স বা মাস্টার্সে, তাদের অন্য যেকোনো একটি পাবলিক পরীক্ষার শর্ত শিথিল করা হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মযোগ্যতা : যেকোনো ভালো বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রদান ও গবেষণায় অন্তত তিন বছরের অভিজ্ঞতা এবং যেকোনো স্বীকৃত ও ভালো জার্নালে অন্তত তিনটি ভালো গবেষণা প্রবন্ধ লিখতে হবে। প্রিডাটরি বা লুন্ঠিত গবেষণা বা প্রকাশনা গ্রহণযোগ্য নয়। শিক্ষাদানের পাশে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার অভিজ্ঞতা ও কৃতিত্ব বিশেষ যোগ্যতা হিসেবে গণ্য হবে। তার বাদেও ছাত্র, ছাত্রীদের সার্বিক, শিক্ষাগত ও জীবনগত কার্যক্রমের জড়িত থাকা যোগ্যতার মধ্যে পড়ে। এরপর তাদের পাঠ্যক্রম এবং পাঠ্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় অবদান বিশেষ যোগ্যতা হবে।
উল্লেখ্য : যোগ্যতা যাদের সমান তাদের মধ্যে পিএইচডিধারীরা অগ্রাধিকার লাভ করবেন।
আবেদনের ঠিকানা: বরাবর, পরিচালক মহোদয়, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আবেদনের নিয়ম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমির পাশে এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন-৮৮০২৯৬৬২৯৫০-১২৩৪। এরপর রেজিস্ট্রার স্যার বরাবর অফেরৎযোগ্য সাড়ে ৭শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে। সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং প্রশিক্ষণের সত্যায়িত সার্টিফিকেট প্রদান করতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য দেওয়া যাবে না। একটি আবেদনে সব যোগ্যতার মোট সাতটি সেট জমা দিতে হবে আইএসআরটি’র পরিচালক স্যারের কার্যালয়ে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়।