বুয়েটে বিভিন্ন পদে বিপুল নিয়োগ
উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের নাম : বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)।
নিয়োগ করা হবে : বুয়েটের বিভিন্ন অফিসে, প্রকৃত বাংলাদেশী।
১. পদের নাম : হিসাবরক্ষক বা অ্যাকাউন্টস অফিসার।
ধরণ : স্থায়ী পদ।
কাজ করবেন : বুয়েট কন্ট্রোলার অফিসে।
পদের সংখ্যা : চারটি।
বেতন স্কেল : ১১ হাজার ৩শ টাকা থেকে ২৭ হাজার ৩শ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্যের যেকোনো বিভাগ থেকে অন্তত বিবিএ পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : যেকোনো খ্যাতনামা প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ ও বাজেট প্রস্তুত করণের কাজে অন্তত পাঁচ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের কাজে ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেইজের কাজে অভিজ্ঞ হতে হবে।
২. পদের নাম : পিএ।
কাজ করবেন : বুয়েট, পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটে।
পদের সংখ্যা : একটি।
ধরণ : স্থায়ী পদ।
বেতন স্কেল : ১১ হাজার টাকা থেকে ২৬ হাজার ৫শ ৯০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিভাগ থেকে অন্তত অনার্স পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ প্রতি মিনিটে শটহ্যান্ডে লিখতে পারতে হবে। কম্পিউটার কম্পোজ করতে পারতে হবে বাংলায় প্রতি মিনিটে ৩০ ও ইংরেজিতে ৪৫ শব্দ।
অগ্রাধিকার : গোপনে অফিসে কাজের অভিজ্ঞতাধারীরা অগ্রাধিকার লাভ করতে পারেন।
৩. পদের নাম : উচ্চমান সহকারী।
কাজ করবেন : বুয়েট-ডিরেক্টরেট অব অ্যাডভাইজরি, এক্সটেনশন অ্যান্ড রিসার্চ সার্ভিসেস (ডিএইআরএস)-এ; শহীদ তিতুমীর হলে, রেজিস্টার কার্যালয়ে ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে।
পদের সংখ্যা : মোট তিনটি।
ধরণ : স্থায়ী পদ।
বেতন স্কেল : ১১ হাজার ৩শ টাকা থেকে ২৬ হাজার ৫শ ৯০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিভাগ থেকে অন্তত অনার্স পাশ হতে হবে। শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। তবে অভ্যন্তরীণ প্রার্থীদের যেকোনো একটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে। কিন্তু ২০১৫ সালের ১১ মে তারিখের পর বুয়েটে যারা নিয়োগ লাভ করেছেন, ডিগ্রিটি অর্জন করেছেন, তারা এই সুযোগ গ্রহণ করতে পারবেন না।
কর্মযোগ্যতা : সংশ্লিষ্ট কর্মে অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের কাজে ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেইজের কাজে অভিজ্ঞ হতে হবে।
৪. পদের নাম : উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর।
কাজ করবেন : বুয়েট, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে।
পদের সংখ্যা : একটি।
ধরণ : স্থায়ী পদ।
বেতন স্কেল : ১১ হাজার ৩শ টাকা থেকে ২৬ হাজার ৫শ ৯০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিভাগ থেকে অন্তত অনার্স পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : সংশ্লিষ্ট কর্মে অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটা বেইজে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. পদের নাম : উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর।
কাজ করবেন : যন্ত্রকৌশল বিভাগ, বুয়েটে।
পদের ধরণ : অস্থায়ী।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত অনার্স পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : তিন বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেইজে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ১১ হাজার ৩শ টাকা থেকে ২৬ হাজার ৫শ ৯০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
৫. পদের নাম : উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর।
কাজ করবেন : যন্ত্রকৌশল বিভাগ, বুয়েটে।
পদের ধরণ : অস্থায়ী।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত অনার্স পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : তিন বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেইজে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ১১ হাজার ৩শ টাকা থেকে ২৬ হাজার ৫শ ৯০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
৬. ৬. পদের নাম : সহকারী হিসাব রক্ষক।
কাজ করবেন : কন্ট্রোলার অফিস, বুয়েট।
পদের ধরণ : স্থায়ী।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্যের যেকোনো বিভাগ থেকে অন্তত অনার্স পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : তিন বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেইজে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ১১ হাজার থেকে ২৬ হাজার ৫শ ৯০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
৭. ৬. পদের নাম : লাইব্রেরি কাম ডকুমেন্টেশন অ্যাসিসট্যান্ট। কেমিকৌশল বিভাগে একটি পদে এই গ্রেডে নিয়োগ প্রদান করা হবে।
কাজ করবেন : বুয়েট কেন্দ্রীয় গ্রন্থাগারে। কেমিকৌশল বিভাগে।
পদের ধরণ : স্থায়ী।
পদের সংখ্যা : একটি করে মোট দুটি।
শিক্ষাগত যোগ্যতা : কেন্দ্রীয় গ্রন্থাগারের স্থায়ী কর্মকর্তাকে যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা পাশ হতে হবে। আর কেমিকৌশলের নিয়োগে প্রার্থীকে অন্তত অনার্স পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : এমএস ওয়ার্ড ও এমএস এক্সেলের কাজ জানতে হবে।
বেতন স্কেল : ১১ হাজার থেকে ২৬ হাজার ৫শ ৯০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
৮. পদের নাম : এলডিএ কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : মোট আটটি।
যেসব বিভাগে কাজ করবেন : বুয়েট কেন্দ্রীয় গ্রন্থাগার (একটি), আইডব্লএফএম (একটি), সিএসই (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-একটি), পুরকৌশল অনুষদ (একটি), ডিইআরএস অফিস (একটি), রেজিস্টার কার্যালয় (দুটি) ও পানি সম্পদ কৌশল বিভাগ (একটি)।
পদের ধরণ : স্থায়ী।
শিক্ষাগত যোগ্যতা : অবশ্যই এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : প্রতি মিনিটে বাংলায় ২৫টি ও ইংরেজিতে ৩৫টি শব্দ কম্পিউটারে টাইপ করতে হবে। এর বাদেও ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেইজে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল : ৯ হাজার ৩শ থেকে ২২ হাজার ৪শ ৯০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
৯. পদের নাম : স্টোর সহকারী।
পদের সংখ্যা : দুটি।
যেখানে কাজ করবেন : প্রধান প্রকৌশলীর কার্যালয়, বুয়েট।
পদের ধরণ : স্থায়ী।
শিক্ষাগত যোগ্যতা : অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। তাহলে তাকে স্টোরের কাজে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হলে স্টোরের কাজে অভিজ্ঞতাধারী হতে হবে।
অগ্রাধিকার : কম্পিউটারে কাজ জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির শর্ত : চাকরির সময় জামানত হিসেবে ১ হাজার টাকা জমা দিতে হবে। প্রতি মাসে শতকরা ২৫ শতাংশ হারে বেতন থেকে কেটে নেওয়া হবে।
বেতন স্কেল : ৯ হাজার ৩শ থেকে ২২ হাজার ৪শ ৯০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
১০. পদের নাম : ট্রেসার পদের বিপরীতে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : একটি।
যেখানে কাজ করবেন : আইডব্লএফএম, বুয়েট।
পদের ধরণ : স্থায়ী।
শিক্ষাগত যোগ্যতা : অবশ্যই এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে।
অগ্রাধিকার : বাণিজ্য শাখা থেকে পাশ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মযোগ্যতা : প্রতি মিনিটে বাংলায় ২৫টি ও ইংরেজিতে ৩৫টি শব্দ কম্পিউটারে টাইপ করতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেইজে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল : ৯ হাজার ৩শ থেকে ২২ হাজার ৪শ ৯০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
১১. পদের নাম : সুপারভাইজর।
পদের সংখ্যা : একটি।
যেখানে কাজ করবেন : শহীদ সাবেকুন্নাহার সনি হল।
পদের ধরণ : স্থায়ী।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : অবশ্যই এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। নিমার্ণকাজ তদারকিতে অন্তত তিন বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
অগ্রাধিকার : কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এমএস এক্সেলের কাজ জানলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল : ৯ হাজার ৩শ থেকে ২২ হাজার ৪শ ৯০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
১২. পদের নাম : অফিস অ্যাটেনডেন্ট।
পদের সংখ্যা : একটি।
যেখানে কাজ করবেন : ডিসিই, বুয়েট।
পদের ধরণ : স্থায়ী।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। অফিশিয়াল কাজে অন্তত এক বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৮ হাজার ৫শ থেকে ২০ হাজার ৫শ ৭০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
১৩. পদের নাম : এমএলএসএস।
পদের সংখ্যা : ১১টি।
যেখানে কাজ করবেন : আইসিটি সেলে দুজন, আইডব্লএফএমে একজন, পুরকৌশল অনুষদে একজন, রেজিস্টার কার্যালয়ে একজন, আহসানউল্লা হলে তিনজন, ডিইআরএসে (সিপিই) একজন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে একজন এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদে একজন।
পদের ধরণ : স্থায়ী।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৮ হাজার ২শ ৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
১৪. পদের নাম : কমনরুম অ্যাটেনডেন্ট।
পদের সংখ্যা : ১টি।
যেখানে কাজ করবেন : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে।
পদের ধরণ : স্থায়ী।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : অবশ্যই জেএসসি বা সমমানের পরীক্ষায় অষ্টম শ্রেণী পাশ হতে হবে। ভালো ও ভদ্র হতে হবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৮ হাজার ২শ ৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
১৫. পদের নাম : সিক অ্যাটেনডেন্ট বা অসুস্থতার সময় পরিচর্যাকারী।
পদের সংখ্যা : ১টি।
যেখানে কাজ করবেন : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে।
পদের ধরণ : স্থায়ী।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : অবশ্যই জেএসসি বা সমমানের পরীক্ষায় অষ্টম শ্রেণী পাশ হতে হবে। ভালো ও ভদ্র হতে হবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৮ হাজার ২শ ৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
১৬. পদের নাম : পরিচ্ছন্নতাকর্মী।
পদের সংখ্যা : ৩টি।
যেখানে কাজ করবেন : শহীদ সাবেকুন্নাহার সনি হলে একজন, শহীদ নিসার আলী তিতুমীর হলে একজন ও ড. এম.এ. রশীদ হলে একজন।
পদের ধরণ : স্থায়ী।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : অবশ্যই জেএসসি বা সমমানের পরীক্ষায় অষ্টম শ্রেণী পাশ হতে হবে। ভালো ও ভদ্র হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৮ হাজার ২শ ৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
১৭. পদের নাম : ফুলের বাগান পরিচর্যাকারী বা মালি।
পদের সংখ্যা : ২টি।
যেখানে কাজ করবেন : বুয়েটের ভিসি স্যারের কার্যালয়ে একজন ও প্রধান প্রকৌশলীর অফিসে একজন।
পদের ধরণ : স্থায়ী।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : অবশ্যই জেএসসি বা সমমানের পরীক্ষায় অষ্টম শ্রেণী পাশ হতে হবে। ভালো ও ভদ্র হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্তত বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৮ হাজার ২শ ৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
১৮. পদের নাম : গার্ড বা নিরাপত্তা প্রহরী।
পদের সংখ্যা : ১০টি।
যেখানে কাজ করবেন : রেজিস্ট্রার স্যারের অফিসের স্টেট, লিগ্যাল অ্যান্ড সিকিউরিটি উইংয়ে সবাইকে নিয়োগ করা হবে।
পদের ধরণ : স্থায়ী।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : অবশ্যই জেএসসি বা সমমানের পরীক্ষায় অষ্টম শ্রেণী পাশ হতে হবে। ভালো ও ভদ্র হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। লাঠি ব্যবহার করতে পারতে হবে। রাইফেল চালাতে পারলে ভালো হয়।
বয়স : ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মচারীদের জন্য বয়স শিথিল করা হবে।
বেতন স্কেল : ৮ হাজার ২শ ৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। বুয়েটের অন্যান্য সুবিধাগুলো লাভ করবেন।
সকল পদে আবেদনের নিয়ম :
শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। তবে অভ্যন্তরীণ প্রার্থীদের যেকোনো একটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে। কিন্তু ২০১৫ সালের ১১ মে তারিখের পর বুয়েটে যারা নিয়োগ লাভ করেছেন ও প্রয়োজনীয় ডিগ্রিটি অর্জন করেছেন, তারা এই সুযোগ গ্রহণ করতে পারবেন না।
আবেদনের নিয়ম : প্রার্থীর নিজের ও পদের নাম খামের ওপর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কন্ট্রোলার, বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়), পলাশী, এই ঠিকানায় ঢাকার যেকোনো বাণিজ্যিক ব্যাংকের জারি করা শাখা থেকে ৩শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে অথবা এই কন্ট্রোলার অফিসে যোগাযোগ করে বুয়েটের হিসাব শাখা থেকে নির্ধারিত জমা রশিদের মাধ্যমে বুয়েটের সোনালী ব্যাংক শাখা থেকে নগদ আকারে এই ফি জমা দেওয়া যাবে। তখন আবেদনপত্র সংযুক্ত করতে হবে নিয়মানুযায়ী। কোনো পোস্টাল অর্ডার গ্রহণ করা হবে না। এই শর্ত ১ থেকে ১১ ক্রমিকের নিয়োগপ্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর ১২ থেকে ১৮ নম্বর ক্রমিকের পদের নিয়োগপ্রাথীদের ১৫০ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার অথবা কন্ট্রোলার অফিস মারফতর নিয়মানুযায়ী টাকা জমা দিতে হবে।
আবেদনে থাকবে : বাংলায় নিজের সার্টিফিকেট অনুসারে পূর্ণ নাম, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, বতমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত ও কর্মযোগ্যতা, মোবাইল নম্বর, মেইল আইডিসহ প্রয়োজনীয় সব তথ্য কম্পিউটারে কম্পোজ করে প্রদান করতে হবে। আবেদনের সঙ্গে শিক্ষাগত ও কর্মযোগ্যতাগুলোর সত্যায়িত সাটিফিকেটগুলো যুক্ত করতে হবে। ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি দিতে হবে।
আবেদন পৌঁছানোর ঠিকানা : রেজিস্ট্রার স্যারের কার্যালয়, বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়), পলাশী, ঢাকা। এই সময় তার পূর্বে উল্লেখ করা চিঠি পাঠানোর ঠিকানা দুটি ফেরৎ খাম যুক্ত করতে হবে। হাতে হাতেও জমা দেওয়া যেতে পারে।
উল্লেখ্য : আবেদনের কোনো তথ্য কোনো সময় ভুল বা গোপন করা হলে চাকরি জীবনের যেকোনো পর্যায়ে বরখাস্ত ও আইনের মোকাবেলা করতে হবে। এই সময় বুয়েট কর্তৃপক্ষ তাকে পাঁচ বছরের জন্য বহিষ্কারের ক্ষমতাবলে নিয়মানুসারে বহিষ্কার করবেন। এটি কোনোভাবে এখানে কোথাও বিবেচিত হবে না। যেকোনো পদে নিয়োগ স্থগিত, নিয়োগ গ্রহণ ও বাতিলের ক্ষমতা আইনগতভাবে বুয়েটের আছে। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। চাকরিরতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। যেকোনো পদে নিয়োগের জন্য বুয়েট নোটিশ বোর্ড লক্ষ্য করতে পারেন। অনলাইনে বুয়েটের সঙ্গে (https://www.buet.ac.bd/web/#/) যোগাযোগ করে আবেদন করতে হবে। প্রয়োজনে চাকরি নিতে বুয়েটে আসতে পারেন।
ওএস।