নির্বাচন কমিশনে ৫শ ১৯ জন স্ক্যানিং অ্যান্ড ইকুপমেন্ট মেনটেইনেন্স অপারেটর নিয়োগ করা হবে
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ নির্বাচন কমিশন।
প্রকল্পের নাম : আইডিইএ প্রকল্প, দ্বিতীয় পর্যায়।
কাজ করবেন : বাংলাদেশের ৫১৯টি উপজেলা বা থানা নির্বাচন অফিসে আইপিপল লিমিটেডের মাধ্যমে আউটসোসিং পদ্ধতিতে।
পদের নাম : স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেনটেইনেন্স অপারেটর।
নিয়োগ করা হবে : ৫১৯ জন।
নিয়োগের ধরন : অস্থায়ী ভিত্তিতে, প্রকল্পটি চলাকালীন সময়ের জন্য।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত এইচএসসি বা সমমানে পাশ।
কমযোগ্যতা : যেকোনো স্বীকৃত কারিগরি বা কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স করা হতে হবে।
অগ্রাধিকার : নির্বাচন কমিশনের প্রকল্প কার্যক্রমে কাজ করা অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের তারিখ : ২৯ মার্চ থেকে ৬ এপ্রিল, ২০২২; বিকেল পাঁচটার মধ্যে।
আবেদন করবেন : আইপিপল লিমিটেড, সাধারণ বীমা ভবন, ১২ তলা, ১৩৯ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ এই ঠিকানায়।
ফোন করতে পারেন : ০১৮৯৪৮৮২৮২৮।
আবেদন করতে হবে : ideajobs.ipeoplelimited.com এই ওয়েব সাইটের মাধ্যমে।
ওএস।