অ্যারিস্টোভিশনে এমআইও নিয়োগ করা হবে
ওষুধ কম্পানির নাম : অ্যারিস্টোফার্মা লিমিটেড।
যে বিভাগে নিয়োগ করা হবে : চক্ষুবিজ্ঞান ওষুধ বিক্রয় বিভাগ-‘অ্যারিস্টোভিশন’।
পদের নাম : মেডিক্যাল ইনফরমেশন অফিসার বা এমআইও।
পদের সংখ্যা : অনুল্লেখ্য।
শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স বা অনার্স, এইচএসসিতে বিজ্ঞান থাকতে হবে।
বয়স : ৩১ বছরের নীচে।
কাজ করবেন : বাংলাদেশের যেকোনো এলাকাতে।
যে মূল কাজগুলো করতে হবে : সর্বশেষ তথ্যগুলো নিয়ে চিকিৎসকদের কাছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেতে হবে ও তাদের প্রেসক্রিপশনে উদ্দীপনা যোগাতে হবে। একইভাবে কেমিস্টদের কাছে বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণের জন্য পৌঁছাতে হবে।
বেতন, ভাতা : অতিরিক্ত টিএ, ডিএসহ ভালো বেতনভাতা প্রদান করা হবে। বিদেশ ভ্রমণ ও কাজের বিনিময়ে অতিরিক্ত ইনসেনটিভ প্রদান করা হবে।
অন্যান্য সুবিধাদি : এমপ্লয়ি অ্যাসিসটেন্ট ফান্ড, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স প্রদান করা হবে। বিয়ের অ্যালাউন্স বা ভাতা, শিশু সন্তানের জন্ম ও তার বিদ্যালয়ে ভর্তি ভাতা প্রদান করা হবে।
যান ও কাজের সাহায্য দ্রব্য দেওয়া হবে : মোটর সাইকেল, স্মার্ট ফোন, ছুটি নগদকরণ, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, লাভে অংশগ্রহণ সুবিধা আছে।
নিয়োগের সময় ও তারিখ : ২৮ ও ২৯ মার্চ, ২০২২ তারিখে সকাল ৯ টা থেকে বেলা ৪টা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে।
যেখানে নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে : প্রধান কার্যালয়, অ্যারিস্টোফামা, ৭ পুরানা পল্টন লেন, ঢাকা।
যেভাবে চাকরির জন্য আসতে হবে : প্রতিটি প্রার্থীকে একটি ইংরেজিতে তৈরি বায়ো-ডাটা তৈরি করে আনতে হবে। তাতে দুই কপি সদ্য তোলা রঙিন ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের মূলকপি আনতে হবে। সেগুলো সত্যায়িত করেও সঙ্গে আনতে হবে।
উল্লেখ্য : আগে যারা আবেদন করেছেন তারা আর আবেদনের প্রয়োজন নেই।
নিয়োগের ধরণ : প্রাথমিকভাবে নিবাচনের পর নিয়োগ লাভকারীদের কমপ্রিহেনসিভ বা ব্যাপক আকারের একটি প্রশিক্ষণে যোগ দিতে হবে। শুরু হবে ৩০ মার্চ, ২০২২ থেকে।
ওএস।