খুলনায় ইউসেপ বাংলাদেশ এর উদ্যোগে চাকরি মেলা
খুলনায় চাকরি প্রত্যাশিদের জন্য চাকুরী মেলার আয়োজন করেছে ইউসেপ বাংলাদেশ।
আজ সোমাবার (২৮ মার্চ) খুলনার বৈকালীতে অবস্থিত প্রতিষ্ঠানটির চত্তরে সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ মেলা। চলবে বিকেল ৫টা পর্যন্ত। মেলায় দেশের শীর্ষস্থানীয় ৩২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
ইউসেপ বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে ও আইএলও এর আর্থিক সহযোগিতায় কর্মহীন যুবক-যুবতীদের চাকুরী নিশ্চিত করতে এ মেলার আয়োজন করে ইউসেপ মহসিন টেকনিক্যাল ইন্সটিটিউট।
এ মেলার মাধ্যমে চাকরি প্রত্যাশিরা তাদের পছন্দমতো চাকরি দাতা প্রতিষ্ঠানে সিভি জমা দিতে পারছে। মেলা শেষে চাকরি দ্বাতা প্রতিষ্ঠান তাদের পছন্দমত প্রার্থীকে ডেকে নিয়োগ দিবেন। চাকরি মেলায় তরুণ-তরুণীসহ সকল বয়সীরা উপস্থিত হয়ে তাদের পছন্নমত প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন।
সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ইউসেপ বাংলাদেশের মো: দিদারুল আনাম চৌধুরীর সভাপতিত্বে চাকরি মেলায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রকৌশলী অনিমেশ পাল, গাজী মেজিকেল কলেজ ও হসপিটালের চেয়ারম্যান ডা: গাজী মিজানুর রহমান, বিশ্বাস প্রপার্টিজ সিইও মো: আজগর বিশ্বাস (তারা)।
মেলায় চাকরি প্রদানকারী যে প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে তারা হলো, প্রাণ আর এফ এল গ্রুপ, আকিজ জুট মিলস লি: এসিআই মটরস, বেক্সিমকো এলপিজি, টিকে গ্রুপ, বাংলাদেশ এডিবল ওয়েল লি:, সালাম জুট মিলস প্রা: লি: জুট টেক্সটাইল মিলস লি: বিশ্বাস প্রপার্টিজ, আব্দুল্লাহ ব্যাটারী কোং লি:, মিতালী ফুড ইন্ডাস্টিজ লি:, ইউরো গ্রুপ, বিডিজবস ডট কম, ফার্নিচার ওয়াল্ড, ইলেক্ট্রো সলুশন, খুলনা লিংক ও গাজী মেজিকেল কলেজ ও হসপিটালসহ দেশের বিভিন্ন স্বনামধণ্য প্রতিষ্ঠিানের প্রতিনিধিগণ।
প্রসঙ্গত, ১৯৭২ সাল থেকে ইউসেপ-বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু কিশোরদের সাধারণ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা দিয়ে আসছে। ইউসেপ বাংলাদেশের ডিসেন্ট এমপ্লয়মেন্ট এ্যান্ড অন্টারপ্রেনিইউরশীপ প্রোগ্রাম এ চাকরি মেলার আয়োজন করে।
কেএফ/