বিকনে এমআইও পদে নিয়োগ দেওয়া হবে
ওষুধ কম্পানির নাম : বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
পদের নাম : মেডিক্যাল ইনফরমেশন অফিসার (এমআইও)।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে। যেকোনো বিভাগ থেকে মাস্টার্স বা অনার্স।
বয়স : ৩১।
নিয়োগ করা হবে : সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে।
আগ্রহ : বাংলাদেশের যেকোনো এলাকাতে চাকরি করতে আগ্রহ থাকতে হবে।
কর্ম দায়িত্ব : চিকিৎসকদের কাছে সাম্প্রতিক তথ্যগুলো নিয়ে দেখা করতে হবে ও প্রতিষ্ঠানের চিকিৎসা ওষুধগুলোর বিষয়ে তাদের মধ্যে আগ্রহ জন্ম দিতে হবে।
বেতন, ভাতা : ভালো বেতন দেওয়া হবে টিএ, ডিএসহ। বছরে চারটি বোনাস দেওয়া হবে।
অতিরিক্ত সুবিধা : বিদেশে ভ্রমণ ও কর্ম দায়িত্ব অর্জনের বিপরীতে ইনসেনটিভগুলো প্রদান করা হবে।
ফান্ড : এমপ্লয়ি অ্যাসিসটেন্ট ফান্ড ও গ্রুপ লাইফ ইনস্যুরেন্স আছে।
বিকনের সুবিধা : বিকন বিয়ে ভাতা, সন্তানের জন্ম ও বিদ্যালয়ে ভর্তি ভাতা প্রদান করে।
উপকরণ সুবিধা : চাকরিতে স্মার্ট ফোন, মোটর সাইকেল, ছুটি গননা করে বেতন, প্রভিডেন্ট ফান্ড, লাভের অংশীদারিত্ব ফান্ড আছে বিকনে।
আবেদন করবেন : একটি পূর্ণ ইংরেজিতে তৈরি বায়ো-ডাটায় দুই কপি সদ্য তোলা রঙিন ছবি থাকতে হবে। তাতে জাতীয় পরিচয়পত্র যুক্ত করতে হবে, সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে হবে। সবগুলো শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি ও আসল কপি নিয়ে আসতে হবে।
নিয়োগের সাক্ষাৎকারে সময় ও তারিখ : ২৮ ও ২৯ মার্চ, ২০২২। সকাল নয়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
নিয়োগের ধরণ : প্রাথমিক নির্বাচনের নিয়োগের পর একটি বিস্তৃত প্রশিক্ষণে যোগ দিতে হবে। শুরু হবে ৩০ মার্চ থেকে। আগে যারা নিবাচিত হতে পারেননি, তাদের আবেদনের প্রয়োজন নেই।
ওএস।