বেসরকারি উন্নয়ন সংস্থা এফপিএবিতে নির্বাহী পরিচালক হবেন?
প্রতিষ্ঠানের নাম : এফপিএবি (ফ্যামেলি প্লানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।
পদের নাম : নির্বাহি পরিচালক বা এক্সিকিউটিভ ডিরেক্টর।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য বা পপুলেশন স্টাডিজ বা জনসংখ্যা অধ্যয়ন অথবা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা বা সমাজবিজ্ঞান বা মেডিসিনস বা চিকিৎসা বিজ্ঞানে পিএইচডি থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে অন্তত পাঁচ বছরের কমঅভিজ্ঞতা লাগবে। অথবা পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য বা পপুলেশন স্টাডিজ বা জনসংখ্যা অধ্যয়ন অথবা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা বা সমাজবিজ্ঞান বা চিকিৎসক হিসেবে এমবিবিএস বা এই বিষয়গুলোতে মাস্টার্স থাকতে হবে। সঙ্গে বিষয় সংশ্লিষ্ট ১০ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
কাজ করতে অন্যতম প্রয়োজন : ডেমোনেস্ট্রেটেড এক্সপিরিয়েন্স বা উপস্থাপনার মাধ্যমে আধুনিক রীতিতে ব্যবস্থাপনা পরিবর্তনে দক্ষতা।
কর্মীকে হতে হবে : উন্নয়ন নীতিমালার ফ্রেমওয়ার্কে কাজ করায় অত্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন, কমদক্ষ, স্ট্রাকচারাল অপশনস, অ্যাকশন প্ল্যানস, রেসট্রাকটিউরিং, গাইডেন্স অ্যান্ড ম্যানেজম্যান্ট অব সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড রাইটসগুলো-এই কাজগুলোতে অত্যন্ত কমদক্ষ, অভিজ্ঞ ও দক্ষতাসম্পন্ন।
তার অন্যান্য যোগ্যতা প্রয়োজন : দাতা সংস্থাগুলোর অনুদানের প্রকল্পগুলো ভালোভাবে সম্পন্ন করতে ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা পরিচালনা করতে অত্যন্ত অভিজ্ঞ ও কর্মদক্ষ, নেটওয়ার্কগুলো তৈরি ও রক্ষা, সম্পদ সংহত করার যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে। তিনি সরকারের স্বাস্থ্য, জনসংখ্যা, স্বাস্থ্যসেবাখাতগুলোর সঙ্গে যোগাযোগ ও কাজের দক্ষতাধারী হতে হবে।
বয়স : ৩৫ থেকে ৬২ বছরের মধ্যে।
আবেদনের শেষ তারিখ ২১ এপ্রিল, ২০২২।
আবেদনপত্র আছে : www.hotjobs.bdjobs.com-https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1040093&ln=1
ওএস।