বুধবার, ৫ মার্চ ২০২৫ | ২০ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

একাধিক পদে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: গবেষণা অফিসার।
পদসংখ্যা: ২।
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্র সম্পর্কিত সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণির মাস্টার্স ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণির অনার্স ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: মূল্যায়ন অফিসার।
পদসংখ্যা: ২।
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্র সম্পর্কিত সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণির মাস্টার্স ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণির অনার্স ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম: কারিগরি তদারককারী।
পদসংখ্যা: ৪।
যোগ্যতা: এইচএসসি পাস বা যন্ত্র প্রকৌশল/তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ এসএসসি পাস এবং যন্ত্র প্রকৌশল/তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
পদের নাম: সহকারী প্রকাশনা অফিসার। পদসংখ্যা: ১। যোগ্যতা: মাস্টার্স ডিগ্রি অথবা মুদ্রণ ও প্রকাশনায় পাঁচ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩২ বছর। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
যেভাবে আবেদন : আবেদন করতে ক্লিক করুন এখানে। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১-এ ফোন করতে বলা হয়েছে।

আবেদনের শেষ তারিখ: ২৩ ডিসেম্বর ২০২১।

 

Header Ad
Header Ad

নিজেদের নির্দোষ দাবি জি কে শামীম ও তার মায়ের

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জন মামলায় আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেছেন আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মা আয়েশা আক্তার। তারা ন্যায়বিচারের দাবি জানিয়েছেন আদালতের কাছে।

বুধবার (৫ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলমের আদালতে আত্মপক্ষ শুনানির দিন নির্ধারিত ছিল। আদালতে উপস্থিত হয়ে বিচারকের কাছে নিজেদের নির্দোষ দাবি করেন জি কে শামীম ও তার মা আয়েশা আক্তার।

আদালত সূত্র জানায়, শুনানির শুরুতে বিচারক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান এবং জানতে চান তারা দোষী না নির্দোষ। উত্তরে তারা নিজেদের নির্দোষ বলে দাবি করেন এবং ন্যায়বিচারের আবেদন জানান।

আদালত আসামিদের জিজ্ঞাসা করেন, তারা সাফাই সাক্ষ্য দিতে চান কি না। উত্তরে তারা জানান, তারা সাফাই সাক্ষ্য দেবেন। পরে বিচারক আগামী ১০ মার্চ সাফাই সাক্ষ্যের জন্য দিন ধার্য করেন।

Header Ad
Header Ad

আগামী নির্বাচনের জন্য দোয়া চাইলেন শাজাহান খান (ভিডিও)

সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। ছবি: সংগৃহীত

কারাজীবন থেকে মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারেন এজন্য দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন বলেও মন্তব্য করেছেন শেখ হাসিনা সরকারের সাবেক এই প্রভাবশালী মন্ত্রী।

বুধবার (৫ মার্চ) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীক যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির আগে আদালতে তোলার আগে একথা বলেন তিনি।

এদিন সকাল ১০টা ৬ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আনিসুল হক, শাহজাহান খান, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সোলায়মান সেলিমসহ অন্য আসামিদের। এসময় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও পিছনে হাত রেখে হ্যান্ডকাফ পরিয়ে হাজতখানা থেকে বের করা হয় তাদের।

এসময় শাজাহান খানের কাছে কেমন আছেন জানতে চান এক সাংবাদিক। উত্তরে তিনি বলেন, আছি তোমাদের দোয়ায়। দোয়া করবা আমার জন্য।

তখন ওই সাংবাদিক বলেন, কী দোয়া করবো?

উত্তরে শাজাহান খান বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি.. এ সমস্ত বিষয়ে দোয়া করবা। তখন ওই সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন। তখন শাহজাহান খান বলেন,আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে।

পরে তাদের কাঠগড়ায় ওঠানো হয়। এসময় তাদের হাতে হ্যান্ডকাফ, মাথার হেলমেট খুলে দেওয়া হয়। এরপর ১০টা ১৫ মিনিটে বিচারক এজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। পরে আদালত এক এক করে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এরপর তাদের আদালত থেকে নামিয়ে সিএমএম আদালতের হাজতখানার উদ্দেশ্যে নেওয়া হয়। এসময় আরেক সাংবাদিক জিজ্ঞাসা করেন, আপনি এত হাসেন কেন। তখন শাহজাহান খান বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকবো। কারাগারে কেমন আছেন জিজ্ঞাসা করলে বলেন, খুব ভালো আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি। এরপর তাকে এজলাস থেকে অন্যান্য আসামির সাথে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

Header Ad
Header Ad

১৬ কোটি টাকার স্বর্ণসহ বিমানবন্দরে গ্রেপ্তার অভিনেত্রী

অভিনেত্রী রান্যা রাও। ছবি: সংগৃহীত

স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে কন্নড় সিনেমার অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার করেছে ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। মঙ্গলবার (৩ মার্চ) রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এই অভিনেত্রীকে।

ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে আসেন অভিনেত্রী রান্যা রাও। বিমানবন্দরে অভিনেত্রীর কাছ থেকে ১৪.৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ৬৩ লাখ টাকার বেশি)।

কন্নড় সিনেমার পরিচিত মুখ ৩১ বছরের রান্যা রাও। বিভিন্ন দেশ ভ্রমণে যেতেন এই অভিনেত্রী। ঘন ঘন আন্তর্জাতিক ভ্রমণের কারণে ডিআরআই অভিনেত্রীকে নজরদারিতে রেখেছিল। জব্দকৃত স্বর্ণের বেশি অংশ শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছিলেন রান্যা। এর মধ্যে রয়েছে- স্বর্ণের স্ট্রিপ পরা, পোশাকের মধ্যে স্বর্ণের বার লুকিয়ে রাখা ইত্যাদি।

অভিনেত্রী রান্যা রাও। ছবি: সংগৃহীত

রান্যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কাস্টমস এবং নিরাপত্তা এড়িয়ে ভারতে মূল্যবান ধাতু পাচারের চেষ্টা করছিলেন তিনি। রান্যাকে ডিআরআই হেফাজতে রাখা হয়েছে, তদন্ত চলছে। অভিনেত্রীর বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রান্যার আরেক পরিচয় তার বাবা কর্ণাটক পুলিশের মহাপরিচালক (ডিজিপি) পদমর্যাদার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এর ফলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সম্পৃক্ততা বা সহায়তা সম্পর্কে সন্দেহ তৈরি করেছে। তবে সবকিছু মাথায় রেখে গভীরভাবে তদন্ত পরিচালনা করা হচ্ছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নিজেদের নির্দোষ দাবি জি কে শামীম ও তার মায়ের
আগামী নির্বাচনের জন্য দোয়া চাইলেন শাজাহান খান (ভিডিও)
১৬ কোটি টাকার স্বর্ণসহ বিমানবন্দরে গ্রেপ্তার অভিনেত্রী
প্রশাসনে আতঙ্ক, গোয়েন্দা নজরদারিতে আওয়ামী সরকারের গুরুত্বপূর্ণ আমলারা
চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে হেরে অবসরের ঘোষণা স্মিথের
ভারতের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
রিমান্ডে সাবেক বিচারপতি মানিক, নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-শাজাহানসহ ১৬ জন
পুতিনকে হাতি উপহার দিলেন মিয়ানমারের জান্তাপ্রধান
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রাজধানীতে টাকার খোঁজে তল্লাসির নামে ‘জনতার’ লুটপাট (ভিডিও)
ভারতীয় সিনেমায় অভিষেক ওয়ার্নারের, পারিশ্রমিক প্রতিদিন ১ কোটি রুপি
শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ২৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি
টাঙ্গাইলে দুর্গম চরের ৩০ হাজার মানুষের নিদারুণ কষ্ট, যাতায়াতে চরম দুর্ভোগ
‘মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে’
পাকিস্তানের সেনানিবাসে দুই আত্মঘাতী বোমা হামলা, নিহত ২১
এস আলমসহ পরিবারের ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সিআইডি প্রধানসহ ১৮ কর্মকর্তাকে বদলি ও ৪ পুলিশ সুপার ওএসডি
নির্বাচন পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না: মির্জা আব্বাস
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত