স্বামীবাগে গ্রেপ্তারদের 'সাইবার ফোর্স' গঠনের পরিকল্পনা ছিল
রাজধানীর স্বামীবাগের বাসা থেকে গ্রেপ্তার পাঁচজনের সাইবার ফোর্স গঠনের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে র্যাব।
এজন্য দেশের বাইরে থেকে নিয়মিত অর্থ আসত বলেও জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টাও ছিল তাদের।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
বৃহস্পতিবার বিকেল থেকে ঘিরে রাখা হয় রাজধানীর স্বামীবাগে মিতালী স্কুলের গলির একটি বাড়ি। কয়েক ঘণ্টা অভিযানের পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- তাওহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, গাজী সাখাওয়াত হোসেন, মো. ওয়ায়েজ করুনী।
খন্দকার আল মঈন বলেন, তারা মূলত একটা সাইবার ফোর্স গঠন করে নিরাপদ সড়কের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছিলেন। সাইবার জগতে তাদের বেশ কয়েকটি গ্রুপ ছিল। মূলত এসব গ্রুপ ও পেইজের মাধ্যমে তারা রাষ্ট্রবিরোধী প্রচারণা চালাতেন।
বিদেশ থেকে অর্থায়নের খবর দিয়ে মঈন বলেন, সম্প্রতি বিদেশ থেকে তাদের জন্য ২ লাখ টাকা এসেছিল। এ টাকা দিয়ে তারা সাইবার ফোর্স গঠনের চেষ্টা করছিলেন।
এনএইচ/এসএন