ঘিরে রাখা সেই বাড়িতে র্যাবের অভিযান শুরু

রাজধানীর স্বামীবাগে মিতালী স্কুল গলিতে একটি বাড়ি দীর্ঘক্ষণ ঘিরে রাখার পর ভেতরে অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকাল থেকে বাড়িটি ঘিরে রাখার আড়াই ঘন্টা পর রাত ৭টার দিকে বাড়ির ভেতরে প্রবেশ করেন র্যাব সদস্যরা।
র্যাব-৩ এর মিডিয়া অফিসার এএসপি ফারজানা হক বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বিকালে বাড়ি ঘেরাওয়ের সময় র্যাব সদস্যরা ওই বাড়ির বাসিন্দাদের বিষয়ে এলাকাবাসীদের কাছে খোঁজ খবর নেন। কয়েকটি ছবি দেখিয়ে জানতে চান ওই বাড়িটিতে তাদের আনাগোনা ছিলো কি না। পরে রাতে তারা বাড়ির ভিতরে প্রবেশ করেন। এসময় ওই বাড়ির আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়। আশেপাশের বাড়ির লোকজনকে ভেতরে থাকার আহ্বান জানানো হয়।
এনএইচ/এএস
