সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত
নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়ন। ছবি: সংগৃহীত
বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় সোহানুর জামান নয়ন (২৪) নামে তেজগাঁও ফায়ার সার্ভিস টিমের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ২টার দিকে সচিবালয়ের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৪টার দিকে সোহানুরকে মৃত ঘোষণা করেন। আহত মো. হাবিবুর রহমান (২৫) হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহত সোহানুর রংপুর জেলার মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তিনি তেজগাঁও ফায়ারস্টেশনে কর্মরত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স আহত দুই জন ফায়ারসার্ভিস কর্মীকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সোহানুর নামে এক ফায়ারসার্ভিস কর্মী মারা যায়। আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মৃতের সহকর্মীরা জানান, রাতে সচিবালয় আগুন লাগলে ফায়ারসার্ভিস কর্মীরা সচিবালয়ের সামনে রাস্তায় পানির পাইপ লাগানোর সময় এক দ্রুতগামী ট্রাক ধাক্কায় দুজন আহত হয়। পরে তাদের দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে অন্য সহকর্মীরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহানুর।