মোহাম্মদপুরে ডাকাতি: গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানিয়েছেন, গত শুক্রবার দিবাগত রাতে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
র্যাব জানায়, এ ঘটনার সাথে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে, যা ডাকাতিতে ব্যবহৃত হয়েছিল।
লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডাকাতির ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত সাড়ে ৩টার পর, যখন একটি যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতরা মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকার ব্যবসায়ী আবু বকরের বাসায় প্রবেশ করে। পুলিশ সূত্র জানিয়েছে, ডাকাতরা ওই বাসা থেকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনাটি তদন্ত চলছে। ব্যবসায়ী আবু বকর জমি ও ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনার পর তিনি মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।