রাজধানীতে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৩
রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ তিনজন মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব এ তথ্য জানান।
আটকরা হলেন- মো. টিপু (২৮) মো. তোফাজ্জল (৪০) ও মো. আনোয়ার হোসেন (৫২)। এ সময় তাদের থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দু’টি মোবাইল জব্দ করা হয়।
এএসপি শোয়েব জানান, র্যাব-১০ রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের চার কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও টাকা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গতকাল বৃহস্পতিবার র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার অমৃতপুরে অভিযান পরিচালনা করে আনুমানিক ২ লাখ ১০০০ টাকা মূল্যের ৬৭ বোতল ফেনসিডিলসহ মো. আনোয়ার হোসেন নামের আরেক মাদক চোরাকারবারিকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব জানায়, আটকরা পেশাদার মাদক চোরাকারবারি। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজা, ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
এমএইচ/আরএ