কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় শহীদ মিনারে শত শত শিক্ষার্থী জড়ো হয়েছেন। সরকারবিরোধী নানা স্লোগানে প্রকম্পিত করে তুলেছেন এলাকা।
শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার পর থেকেই আন্দোলনকারীরা এখানে আসতে থাকেন। আড়াইটার পর বৃষ্টি শুরু হলেও ছাতা মাথায় দিয়ে অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা।
সরেজমিন দেখা যায়, আইডিয়াল কলেজ, কবি নজরুল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে আসছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে ’৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা’ ব্যানারে শতাধিক মানুষ ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছেন।
এ ছাড়া অসংখ্য রিকশাচালককে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের জমায়েত বাড়ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখে পড়েনি।