রাজু ভাস্কর্যে ছাত্রলীগ, শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীরা
শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
কোটা সংস্কারের চলমান আন্দোলনে বহিরাগত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ চিত্র দেখা যায়।
এর আগে বেলা দুইটার দিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিভিন্ন হলের নেতাকর্মীরাসহ বহিরাগতরা রাজু ভাস্কর্যে সংগঠিত হতে থাকে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে রড়, স্টিলের পাইপ, স্ট্যাম্প, বাঁশ ও গাছের ডাল ইত্যাদি দেশীয় অস্ত্র দেখা যায়। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন রাজধানীর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নাম ধরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেন।
এদিকে, কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীরা বেলা ৩টার দিকে সংগঠিত হতে থাকে। গতকাল সোমবার সাধারণ শিক্ষার্থীরা নিরস্ত্র থাকলেও আজ আত্মরক্ষার্থে তাদের হাতে বাঁশ ও স্ট্যাম্প দেখা গেছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত দুই দিকে উত্তেজনা বিরাজ করছে। তবে কোনো ধরনের সংঘর্ষের চিত্র দেখা যায়নি।