সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ। ছবি: সংগৃহীত
রাজধানীর সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এ মুহূর্তে উভয় পক্ষই মুখোমুখি অবস্থানে রয়েছেন। চলছে ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত কলেজের শিক্ষার্থীরা। তাদের অবরোধে ওই এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল।
সড়কে অবস্থান নিয়ে থাকা শিক্ষার্থীদের ওপর দুপুর পৌনে দুইটার দিকে হামলা করার চেষ্টা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের ধাওয়া দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ধাওয়া পাল্টা ধাওয়া পরে সংঘর্ষে রূপ নেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।
সায়েন্সল্যাব মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন করে আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ এবং মুন্সী আব্দুর রউফ কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে অবস্থান করছেন।
এ বিষয়ে রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আক্তারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া চলছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।