রাজধানীর জিগাতলা থেকে যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর ধানমন্ডির জিগাতলার একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. রজ্জব আলী (৩২) নামের এক অনলাইন ব্যবসায়ীর মরদহে উদ্ধার করা হয়েছে ।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের রুমমেট মুন্না জানান, ধানমন্ডির জিগাতলার ৩৪/৪ বাসায় নিচ তলায় সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, অনলাইনে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে ।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার, আক্কেলপুর থানায়। তিনি মো. বেল্লাল হোসেনের সন্তান। ধানমন্ডির জিগাতলার ৩৪/৪ নম্বর চারতলা বাসার নিচ তলায় তিনি ম্যাচ করে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এএইচ/এমএমএ/