দখল মুক্ত হলো মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে ব্যবসা করার সত্যতা মেলায় ভেঙে ফেলা হয়েছে সাদিক অ্যাগ্রোর একাংশ। এ ছাড়া উচ্ছেদ করা হয়েছে অন্য দখলদারদেরও। এর ফলে দখল মুক্ত হয়েছে খালটি।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় খাল দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ করার জন্য যাওয়ার কথা ছিল। সেই খবর পাওয়ার পর নিজেরাই সরে যেতে শুরু করেন অবৈধ বাসিন্দারা।
তবে তাদের অভিযোগ, সরে যাওয়ার জন্য খুব কম সময় পেয়েছেন তারা। তাই পরিবার নিয়ে অনেকটা বিপাকে পড়েছেন। এদিকে উচ্ছেদের অগ্রগতি দেখতে গিয়ে স্থানীয় কাউন্সিলর জানান, দখল উচ্ছেদের সঙ্গে তার কোনও সংশ্লিষ্টতা নেই। দ্রুতই দখলমুক্ত করে অবমুক্ত করা হবে রামচন্দ্রপুর খাল।
এদিকে ছাগলকাণ্ডে আলোচিত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এরই মধ্যে ফার্মের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান শুরু করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। খামারের পশ্চিম অংশে অফিস ভাঙার মাধ্যমে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।