চেকিংয়ের নামে যত্রতত্র গাড়ি থামানোয় সৃষ্টি হচ্ছে যানজটের
চলন্ত একটি গাড়িকে থামিয়ে কাগজ পত্র চেকিং করছে ট্রাফিক পুলিশ। ছবি: ঢাকাপ্রকাশ
রাজধানীর কাওরানবাজারে সিগন্যাল ছাড়ার সাথে সাথে স্পিডে গাড়ি চলতেই হুট করে সামনে এসে দাঁড়িয়ে গেল ট্রাফিক পুলিশ। তড়িঘড়ি করে ব্রেক কষল ড্রাইভার। এতে পেছনের গাড়িগুলোকেও দ্রুত ব্রেক চাপতে হলো। একটুর জন্য একটির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লাগল না। এই ভাবে রাস্তায় গাড়ি থামিয়ে চেকিংয়ের ফলে যানজটের সৃষ্টি হচ্ছে।
রাজধানীর ঢাকার প্রায় সব রাস্তায় এমন অবস্থা দেখা যায়। গতিতে থাকা গাড়ি বা মোটরবাইক সিগনাল দেওয়ার সঙ্গে সঙ্গে না থামাতে পারলেও সমস্যা। মনে করা হয় পালিয়ে যাচ্ছিল। এর ফলে অহেতুক হয়রানি করারও অভিযোগ পুলিশ সার্জেন্টদের বিরুদ্ধে গাড়িচালক ও বাইকারদের।
গত বুধবার (২৯ মে) কারওয়ান বাজার মোড়ে সরোজমিনে দেখা যায় পুলিশ সার্জেন্ট রাস্তায় সিগন্যাল দিয়ে রাস্তার মাঝ খানে গাড়ির কাগজ পত্র চেকিং করছে। এতে করে পিছনে আরো গাড়ি এসে যানজটের সৃষ্টি হচ্ছে। কিছু কিছু গাড়ির ড্রাইভার অভিযোগ করেন ট্রাফিক পুলিশের সার্জেন্টরা অযথা গাড়ি চেক করে হয়রানি করেন। অনেক সময় ট্রাফিক সদস্যরা বিভিন্ন ইশারায় টাকা চান। যদি সেটা কেউ না বোঝে তাহলে অযথা রাস্তায় সময় নষ্ট করেন এবং মামলার ভয় দেখান।
এসব বিষয় নিয়ে ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, সুনির্দিষ্টভাবে যদি কেউ অভিযোগ করে তাহলে ওই সব ট্রাফিক পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তা ছাড়া, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।