ফরিদপুরের মধুখালী উপজেলায় মাদক ও জুয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় হামলার শিকার হয়েছেন ডিবি পুলিশের ৭ সদস্য। এ ঘটনায় ৩ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন, যাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ৪ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন বাজারে মাদক ও জুয়া আসরে অভিযান চালাতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলা হয়।
হামলায় এসআই জব্বার হোসেন (৪৫), দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮), এবং এএসআই শফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত হন। তাদের মধ্যে জব্বারের মাথায় তিনটি ক্ষত রয়েছে, আর অন্য দুজনকে পিটিয়ে জখম করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, সবাই আশঙ্কামুক্ত।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো: তৌসিফ সরকার প্রিয় জানিয়েছেন, আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল, তবে তাদের চিকিৎসা চলবে। রাত ১২টার দিকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহত পুলিশ সদস্যদের খোঁজ নেন।
ঘটনার সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা বলেন, ডুমাইন বাজারে মাদক ও জুয়া আসরে অভিযান চালাতে গেলে দুইজনকে মাদকসহ আটক করা হয় এবং জুয়ার টাকা ও সরঞ্জাম জব্দ করা হয়। ওই সময় বাজার কমিটির সভাপতিকে স্বাক্ষ্য দিতে ডাকা হয়, কিন্তু তার আগেই মাদক ব্যবসায়ী ও জুয়াড়িরা অতর্কিতভাবে হামলা চালায়, যার ফলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তা শৈলেন চাকমা। তিনি বলেন, পুলিশের ওপর হামলা চালানো হয়েছে, তাই মামলা দায়ের করা হবে।