দুই বস্তা সরকারি বইসহ শিক্ষিকা আটক

বিনামূল্যে বিক্রির জন্য বরাদ্দ করা সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছেন এক শিক্ষিকা। তার নাম কিসমত আরা পলি। তিনি শিশু শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর পল্লবী থেকে তাকে আটক করে পুলিশ।
সরকারি বই বিক্রি হচ্ছে- জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ এমন তথ্য জানান এক ব্যাক্তি। তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই শিক্ষাকে দুই বস্তা বইসহ গ্রেপ্তার করে পুলিশ।
অভিযানের নেতৃত্ব দেন পল্লবী থানার এসআই শাহরিয়ার রোমান। তিনি জানান, জাতীয় জরুরি সেবা থেকে তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিনামূল্যে বিক্রির জন্য সরকার নির্ধারিত দুই বস্তা বইসহ বেসরকারি ‘শিশু শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের’ শিক্ষিকা কিসমত আরা পলিকে আটক করা হয়। তার বাড়ি পিরোজপুর সদর থানা এলাকায়। তিনি পল্লবীর ব্লক-সি এর দুই নম্বর সড়কের একটি বাসায় থাকতেন।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এনএইচ/এমএমএ/
