ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, রোববার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে খবর আসে গুলিস্তান নবাবপুর রোডের একটি ভবনে আগুন লেগেছে।
খবর পেয়ে রাত ১২টা ৫৫ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর একে একে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
রাত ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ২টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপিত হয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক জানান, আগুনে ফলস সিলিং জ্বলে গিয়েছিল। সেখান থেকে পরে এসির লাইন ও এসিগুলো পুড়ে যায়। আগুনের উৎপত্তিস্থল শনাক্ত করার পরে আগুন নির্বাপণ করা হয়।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলিউড সিনেমা ঘরানার চরিত্র অ্যালেন স্বপন প্রথমবার দর্শকদের সামনে আসে ২০২২ সালে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে, যেখানে নাসির উদ্দিন খানের দারুণ অভিনয় এবং তার চমৎকার সংলাপের জন্য সাড়া ফেলেছিল। এরপর, ২০২৩ সালে মুক্তি পায় সিরিজটির প্রথম সিজন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, যেখানে রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন।
এবার, দর্শকদের জন্য আবারো ফিরছে জনপ্রিয় এই চরিত্র অ্যালেন স্বপন। নির্মাতা শিহাব শাহীন নিয়ে আসছেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’, এবং আবারও অ্যালেন স্বপন চরিত্রে দেখা যাবে নাসির উদ্দিন খানকে। এই সিরিজের গানে আসছে নতুন চমক!
নতুন গান ‘বৈয়াম পাখি ২.০’ প্রকাশ পেতেই একটি বড় আলোচনা উঠে এসেছে। জানা গেছে, এই গানে কণ্ঠ দিয়েছেন আলোচিত গায়িকা জেফার রহমান। তবে, জেফার নিজেই জানিয়েছেন, তিনি নতুন বৈয়াম পাখি চরিত্রে অভিনয় করছেন না। সিরিজে তার চরিত্র কী হবে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আসন্ন ঈদুল ফিতরের পর, যখন সিরিজটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।
গানটির ২.০ ভার্সনে প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন নাসির উদ্দিন খান এবং জেফার রহমান। ২০২৩ সালের ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের ‘বৈয়াম পাখি’ গানের নতুন ভার্সন এটি, যেখানে প্রথম গানে কণ্ঠ দিয়েছিলেন নাসির উদ্দিন খান। গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান এবং শেখ কোরাশানী, এবং সুরও করেছেন খৈয়াম শানু সন্ধি।
জেফার। ছবি: সংগৃহীত
জেফার গানটি সম্পর্কে বলেন, “এটি একটি গ্যাংস্টারের কণ্ঠের গান, যেখানে বেপরোয়া ভাব ফুটে উঠেছিল। এবার একজন নারী চরিত্র এসে তাকে চ্যালেঞ্জ করছে, এবং এটি আমার কাছে বেশ আকর্ষণীয় ছিল।” ভিডিওটি স্টপ মোশন অ্যানিমেশন এবং টু-ডি, থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে, যা গানের সঙ্গে দর্শকদের আরও বেশি আনন্দ দেবে বলে মনে করেন তিনি।
এদিকে, জেফার তার অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়ে আমি একদম ভাবিনি। ইন্টারেস্টিং চরিত্র পেলে আমি অভিনয়ে আগ্রহী।” এর আগেও তিনি চরকির ‘মনোগামী’ ফিল্মে অভিনয় করেছেন, তবে এটি তার প্রথম চরকির অরিজিনাল সিরিজে অভিনয়।
দর্শকরা এখন অপেক্ষা করছেন, জেফার আসলে কী চরিত্রে হাজির হবেন এবং নতুন ‘বৈয়াম পাখি ২.০’ গানটি সিরিজের পরিপূরক হিসেবে কেমন প্রভাব ফেলবে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বুধবার (১৯ মার্চ) রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে ‘বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ: এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক আলোচনা সভায় মন্তব্য করেন।
তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর রাসেলস ভাইপার সাপটিও চলে গেছে। বশিরউদ্দীন বলেন, "এটা আমাদের দেশে অনেকবার আলোচিত বিষয়, সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি। শেখ হাসিনা যাওয়ার পর রাসেলস ভাইপার সাপটাও চলে গেছে, আমি জানি না কেন এভাবে ঘটেছে।"
তিনি আরও বলেন, "উপদেষ্টা পরিষদ পয়সা বা টাকার জন্য আসেনি, তারা কাজের স্বচ্ছ সম্পর্ক নিয়ে একে অপরের কাছ থেকে শিখছে। আমরা একসঙ্গে কাজ করছি, এটা দুর্নীতি কমার লক্ষণ।"
এছাড়া, বশিরউদ্দীন জানান, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি হয়ে চলে গেছে, তবে বর্তমানে এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না। তিনি বললেন, "এখনও দুর্নীতি পুরোপুরি শেষ হয়নি, তবে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি যার মাধ্যমে দুর্নীতি কমেছে এবং সামনে আরও কমবে।"
(বাম থেকে) মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল এবং শফিকুল হক মিলন। ছবি: সংগৃহীত
রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় তিন নেতাকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এই নেতারা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, দলটির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, এবং বিএনপির ত্রাণ ও পূনর্বাসন সহ-সম্পাদক শফিকুল হক মিলন।
এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড এরশাদ আলী এশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন অর রশিদ স্বাক্ষরিত তিনটি পৃথক চিঠি গত সোমবার পাঠানো হয়। এই চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে নেতাদের সতর্ক থাকতে হবে, কারণ তাদের কিছু কার্যক্রম মহানগর বিএনপির শৃঙ্খলা এবং সংগঠনের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে।
শফিকুল হক মিলনের বিরুদ্ধে চিঠিতে উল্লেখ করা হয়েছে, তিনি রাজশাহী মহানগর বিএনপির অনুমতি ছাড়াই বিভিন্ন থানা ও ওয়ার্ডে দলের নাম ব্যবহার করে বিতর্কিত কর্মসূচি চালাচ্ছেন এবং গঠনতন্ত্রের বিপক্ষে সাংগঠনিক পদ ব্যবহার করছেন। এতে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যা দলের কেন্দ্রীয় কমিটির নজরে এসেছে। এই পরিস্থিতি থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা হয়েছে।
এছাড়া মিজানুর রহমান মিনু ও মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে বলা হয়েছে, তারা দায়িত্বশীল পদে থেকেও মহানগর কমিটিকে অমান্য করে বিতর্কিত কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, যার ফলে দলের ঐক্য ও শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাদেরকে এসব কর্মসূচিতে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ জানিয়েছেন, গত বছরের আগস্ট মাসে, মিজানুর রহমান মিনু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি জমি দখলের অভিযোগ করেছিলেন, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। এই বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছিল, তবে এর পরও একই ধরনের আচরণ লক্ষ্য করা গেছে। ফলে দলের হাই কমান্ডের নির্দেশে চিঠি পাঠানো হয়েছে।
এই সতর্কবার্তার প্রতিক্রিয়ায় মোসাদ্দেক হোসেন বুলবুল মন্তব্য করেছেন, তিনি মনে করেন, ইউনিট কমিটির এই চিঠি দেওয়ার এখতিয়ার নেই এবং তাদের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। মিজানুর রহমান মিনু এ বিষয়ে বলেন, তারা কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন এবং মহানগর কমিটির এই ধরনের কার্যক্রম দলের শৃঙ্খলা বিনষ্ট করছে।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা এ্যাড এরশাদ আলী এশা জানান, ২০২১ সালে মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে মিনু, বুলবুল এবং মিলনের সঙ্গে তাদের অসহযোগিতার কারণে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এই বিভাজন দলের শৃঙ্খলা ও ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি জানান, কেন্দ্রের নির্দেশেই তারা এসব নেতাদের সতর্ক করেছেন এবং ভবিষ্যতে যদি তারা শৃঙ্খলা না মানেন, তবে বিষয়টি কেন্দ্রকে জানানো হবে।