পথচারীদের থাপ্পড় দিয়ে সব ছিনিয়ে নিতো তারা, গ্রেপ্তার ২
গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারী। ছবি: সংগৃহীত
মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ নানা পার্টির নাম জানা থাকলেও এবার নতুন করে থাপ্পড় পার্টির সন্ধান পেয়েছে পুলিশ। রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মো. পারভেজ (২৭) ও মো. জীবন (২৪) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার পারভেজ ও জীবন পেশাদার ছিনতাইকারী। পারভেজের বিরুদ্ধে ৭টি এবং জীবনের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। তারা দুইজন ফার্মগেট এলাকায় ঘুরাঘুরি করেন। সাধারণত একাকী পথচারী তাদের প্রধান টার্গেট। তারা নির্জন স্থানে ওঁৎ পেতে থাকেন। এরপর ওই পথে কেউ গেলে তাকে আটকান। চড়-থাপ্পড় দিয়ে মোবাইল, মানিব্যাগ কেড়ে নেন। আর কেউ যদি বাধা দেয় তাহলে তাকে ছুরিকাঘাত করা হয়।
গতকাল রাতে এমনই ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে দুইটি চাকু উদ্ধার করা হয়।