অবস্থা বেগতিক দেখে পালিয়ে যান ট্রাক চালক
রাজধানীর বেইলি রোডে ডিম বহনকারী ভ্যানকে ধাক্কা দেয়ার পর অবস্থা বেগতিক দেখে পালিয়ে যান ট্রাক চালক মো. জসিম উদ্দিন। চট্টগ্রামের চাদগাঁও থেকে তাকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানায় র্যাব।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্ঘটনার পর আত্মোগোপনে চলে যান ট্রাক চালক। পরে র্যাব-৩ এবং র্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে গত বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের চাঁদগাও এলাকা থেকে মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব জানায়, সে প্রায় ১০ বছর ধরে ইট/বালু বহনকারী ট্রাক চালাত। সে চলতি মাসের প্রথম দিকে একটি সিমেন্ট কোম্পানীতে মাসিক ৮ হাজার টাকা বেতনে ট্রাক চালক হিসেবে যোগদান করে। গত ২৪ জানুয়ারি ভোর ৪ টার দিকে রাজধানীর উত্তরা থেকে ট্রাক নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাত্রকালে ভোর সাড়ে ৫ টার দিকে রাজধানীর বেইলি রোডে দুইটি ডিম বোঝাই ভ্যান গাড়িকে পিছন থেকে সজোরে ধাক্কা দেন। ওই দূর্ঘটনার পর সে ট্রাকটি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে তার সিমেন্ট কোম্পানীর কর্তৃপক্ষের সাঙ্গে যোগাযোগ করেন। তার প্রতিষ্ঠান তাকে আত্মগোপনে থাকার পরামর্শ দিলে সে চট্টগ্রামে তার এক বন্ধুর বাসায় আত্মগোপন করেন।
এনএইচ/কেএফ/