রাজধানীতে অপরাধ মনিটরিংয়ে ২১০০ সিসি ক্যামেরা
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকা পুলিশি কার্যক্রম এবং অপরাধ মনিটরিং করতে দুই হাজার ১০০ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে ২৪ ঘণ্টা মনিটরিং করা হচ্ছে। ক্যামেরাগুলো গুলশান থানা ভবনের চার তলায় অবস্থিত কন্ট্রোলরুম থেকে মনিটরিং করা হয়।
গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে এ কন্ট্রোলরুম পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, অপরাধীর গতিবিধি লক্ষ্য করা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি কার্যক্রমকে মনিটরিং করা হয় এসব ক্যামেরার মাধ্যমে। এগুলো গুলশান, বনানী, বারিধারা, খিলক্ষেত, বিমানবন্দর, কারওয়ান বাজার, গাবতলীসহ গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে।
কন্ট্রোলরুম পরিদর্শনের সময় আইজিপির সঙ্গে আরও ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
এসময় পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বারিধারা সোসাইটির প্রেসিডেন্ট ফিরোজ মাহমুদ হাসান ও বনানী সোসাইটির প্রেসিডেন্ট শওকত আলী ভূঁইয়া দিলান উপস্থিত ছিলেন।