মগবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত। বৃহস্পতিবার (২৭ জনুয়ারি) সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, গুরুতর আহতাবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় তাকে ওই এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তিরপরনে কালো প্যান্ট ও শার্ট ছিলো। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এপি/কেএফ/
