রাজধানীর পান্থপথে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত
ঢাকার পান্থপথ এলাকায় দুটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা দুটি কোনো ভবনের ওপর থেকে ফেলা হয়েছে। একটি বোমা রাস্তায় এবং অন্যটি একটি টিন-শেড বিল্ডিংয়ের ছাদে পড়ে বিস্ফোরিত হয়।
ধারণা করা হচ্ছে, তিনটি বোমা ছোড়া হয়েছিল। একটি অবিস্ফোরিত থেকে যায়। ঘটনার সময় আওয়ামী লীগের একটি মিছিল রাস্তা দিয়ে যাচ্ছিল।
পুলিশ জানায়, বোমাগুলো কারা ছুড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ইমরান নামে এক প্রতক্ষ্যদর্শী গণমাধ্যমকে জানান, বিকট শব্দ এবং রাস্তায় মানুষের হৈচৈ শুনে তিনি বাইরে আসেন। ঘটনাস্থলে ধোঁয়াও উড়ছিল।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হোটেল ওলিওর কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।