রাজধানীতে রাতে অল্প সময়ের ব্যবধানে ৪ বাসে আগুন

ছবি: সংগৃহীত
দুই ঘণ্টার ব্যবধানে ঢাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টার মধ্যে পুরান ঢাকার তাঁতীবাজার, যাত্রাবাড়ীর কাজলা, বনানীর কাকলী ও ধানমন্ডির জিগাতলায় এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। গতকাল বুধবার ঢাকার বাইরে ৭ যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এর মধ্যে গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যানে দেওয়া আগুনে দুজন দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডির জিগাতলায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি রমজান পরিবহনের বলে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, এর আগে রাত আটটার দিকে বনানীতে একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। কাকলী পুলিশ ফাঁড়ির সামনে মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ছাড়া সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়।
আকাশ পরিবহনের বাসটির সহকারী মো. নয়ন গণমাধ্যমকর্মীদের বলেন, গাজীপুর থেকে বংশাল মোড় পাড় হলে হঠাৎ যাত্রীরা আগুন আগুন বলে তাড়াহুড়ো করে বাস থেকে নামতে শুরু করে। তাঁতীবাজার মোড়ে পৌঁছালে বাসে পুরোপুরি আগুন ছড়িয়ে পড়ে।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, বাসটির পেছনের অংশে আগুন লাগানো হয়েছে। ঘটনাস্থল থেকে আল-আমিন নামে একজন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘আটক ব্যক্তির মুঠোফোন চেক করে বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতা পেয়েছি। আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছি।’
