কাকরাইলে এস এ পরিবহন অফিসের আগুন নিয়ন্ত্রণে

ছবি সংগৃহিত
রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনের প্রধান কার্যালয়ে লাগা আগুন প্রায় ৫০ মিনিট পরে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে ১০টা ৫৮ মিনিটে।
সোমবার (৯ অক্টোবর) বেলা ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।
এর আগে সকাল ১০টায় আগুন লাগার খবর পেয়ে ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারপর পরিস্থিতি বিবেচনায় একে একে আরও ৯টি ইউনিট যোগ দেয়। মোট ১০টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয় প্রায় এক ঘণ্টার চেষ্টায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চারতলা ভবনটির নিচতলা থেকে আগুন লাগে। এরপর পুরো ভবনে ছড়িয়ে পড়ে আগুন। আগুনে কয়েক হাজার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, হঠাৎ সকাল ১০টার পর আগুন লাগে। এরপর বালতির পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় তারা। পরে ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভসের এই কর্মকর্তা।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
