রাজধনীর রামপুরায় পাওয়ার হাউজে আগুন

রাজধানীর পশ্চিম রামপুরায় একটি পাওয়ার হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সোয়া ৭টার দিকে হাতিরঝিলসংলগ্ন পশ্চিম রামপুরা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) উলুন পাওয়ার হাউজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
পরে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান শাজাহান শিকদার জানান, সকাল ৭টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায়। মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট দুর্ঘটনাস্থলে পৌছায়। পরে আরো ৫ টি ইউনিট যুক্ত হয়ে ৬ ইউনিটের চেষ্টায় সকাল ৮ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণে রামপুরা ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এনএইচ/কেএফ/
