রাজধানীতে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মো. জাহিদ হাসান (২৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি চীনের বেসরকারি নর্থ ইলেকট্রনিক পাওয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকাল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জাহিদের ভাই মো. ইমরান হোসেন বলেন, আমার ভাই জাহিদ চীনের নর্থ ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। ছুটিতে সে বাংলাদেশে আসে। রামপুরা ব্রিজ এলাকায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমরা ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকি। আমাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানার দায়িত্বরত কর্মকর্তাদের জানানো হয়েছে।
