ভুল চিকিৎসায় নবজাতকের পর না ফেরার দেশে সেই আঁখি

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় নবজাতকের মৃত্যুর পর মারা গেছেন প্রসূতি মাহবুবা রহমান আঁখি।
রবিবার (১৮ জুন) দুপুর ১টা ৪৩ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মৃত্যু হয় তার। আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকিৎসকরা বলছেন মারা গেছে। আমার সব শেষ।
এর আগে সকালে তিনি জানিয়েছিলেন, রোগীর কোনো ইমপ্রুভ হচ্ছে না, বরং অবনতির দিকে যাচ্ছে।
গত শুক্রবার (৯ জুন) কুমিল্লার তিতাস উপজেলা থেকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে প্রসবের জন্য আনা হয়েছিল মাহবুবা রহমান আঁখিকে। তিনি সেন্ট্রাল হাসপাতালে অধ্যাপক ডা. সংযুক্তা সাহার তত্ত্বাবধানে ছিলেন। নরমাল ডেলিভারির মাধ্যমেই সন্তান প্রসব সম্ভব বলে আশ্বস্ত করেছিলেন ডা. সংযুক্তা সাহা।
তবে নরমাল ডেলিভারির পরিবর্তে আঁখির অস্ত্রোপচার করা হয়। সেটাও করেন অন্য চিকিৎসক। কেননা তখন ডা. সংযুক্তা হাসপাতালে উপস্থিত ছিলেন না। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, সংযুক্তা সাহা আছেন এবং ওটিতে (অপারেশন থিয়েটার) কাজ করছেন। প্রসবের রাতেই নবজাতকের মৃত্যু হয়।
ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ও কর্তৃপক্ষের প্রতারণায় আঁখি মৃত্যুঝুঁকিতে পড়েছেন অভিযোগ করে ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র একটি মামলা দায়ের করেন তার স্বামী ইয়াকুব। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেপ্তার করে পুলিশ।
