রাজধানীতে প্রাইভেটকারে মিলল নারী-পুরুষের বিবস্ত্র মরদেহ

রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়ি এলাকায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে বিবস্ত্র অবস্থায় এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ জুন) সকাল ৭টার দিকে প্রাইভেটকার থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। গাড়িটি এলেনবাড়ি এসএসএফ স্টাফ কোয়ার্টারের ভেতরে ছিল।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তেজগাঁওয়ের এলেনবাড়ি এলাকায় একটি প্রাইভেটকার থেকে দেলোয়ার হোসেন মোল্লা (৫৩) ও মৌসুমী আক্তার রানী (৪১) নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ স্পষ্ট নয়। মরদেহের সুরতহাল প্রতিবেদনে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, মরদেহ দুটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
