গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে লিচু খাওয়ার সময় গলায় লিচুর বিচি আটকে অনিক হোসেন (১০) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টার দিকে হাজারীবাগ গজমহল এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর মা পারভিন আক্তার বলেন, আমার ছেলে শারীরিক ও বাকপ্রতিবন্ধী। তার হাতে লিচু দিয়ে আমি বাসার ফ্রিজ পরিষ্কার করছিলাম। এসময় গলায় লিচুর বিচি আটকে যায়। বিষয়টি টের পেয়ে গলা থেকে লিচুটি বের করার চেষ্টা করে ব্যর্থ হই। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী থানায়। অনেক আগেই স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। একমাত্র ছেলেকে নিয়ে তিনি হাজারীবাগের গজমহল এলাকায় তার মা মিনারা বেগমের বাসায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে শিশু মৃত্যুর বিষয়টি হাজারীবাগ থানায় জানানো হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
