শ্যামলীতে আগুন লাগা বহুতল ভবন থেকে মরদেহ উদ্ধার

রাজধানীর শ্যামলীর শেলফোর্ড ভবনে লাগা আগুনের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় ভবনে আটকা পড়া ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।
জানা যায়, ভবনটিতে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত। তবে ১৯ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে নিপা ফার্মাসিউটিক্যালস ও ডেটা সফটওয়্যার নামে দুটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ১৯ তলা থেকেই মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ভবনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল। তবে আগুনের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
