রাজধানীতে উড়াল সড়ক থেকে রড পড়ে নিহত শিশু

রাজধানীর মহাখালীতে নির্মাণীধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) থেকে লোহার রড পড়ে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (২৯ মে) সকালে উড়াল সড়ক থেকে রড পড়ে শিশুটির মাথায় ঢুকে যায়।
রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল কাদির ইমন বলেন, ‘সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকজনের জটলা দেখতে পাই। কাছে গিয়ে দেখি শিশুটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কয়েকজনকে নিয়ে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, শিশুটিকে দেখে পথশিশু মনে হচ্ছে। রডটি ওপর থেকে পড়ে মাথার একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, একটি শিশুকে আহত অবস্থায় কয়েকজন পথচারী হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কেএম/এমএমএ/
