রাজধানীতে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল বৃদ্ধার

রাজধানীতে ডাক্তার দেখাতে এসে পিকআপ ভ্যানের চাপায় মোছা. ফরিদা বানু (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (২০ মে) বেলা ১১টার দিকে খিলগাঁও নবীনবাগ মৌলভীরটেকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে মনির হোসেন জানান, আমার মা গতকাল গ্রামের বাড়ি থেকে চিকিৎসার জন্য ঢাকায় ভাগনির বাসায় আসেন। ঢাকায় একটি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য মায়ের সিরিয়াল নেওয়া হয়।
এদিন সকালে হাসপাতালে রিকশা যোগে যাওয়ার পথে তাদের রিকশাকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে মা পড়ে যান। ওই পিকআপ ভ্যান আমার মাকে চাপা দেয়। পথচারীরা মাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার জালালপুর গ্রামে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমএমএ/
