রাজধানীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল মধুবাগ বেগুনবাড়ি আন্ডারপাসের নিচ থেকে অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ মে) বিকাল সাড়ে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এস আই) মো. রুহুল আমিন।
তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ঘটনা স্থান থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এখনো ওই বৃদ্ধার নাম পরিচয় জানতে পারিনি।
আমরা সিআইডির ক্রাইম সিনের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এএইচ/এমএমএ/
