মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত

আগামী ৩১ মে থেকে মেট্রোরেল চলাচল করবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। পিক আওয়ারে প্রতি ১০ মিনিট এবং অফ-পিক আওয়ারে প্রতি ১৫ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে। রক্ষণাবেক্ষণ ও আনুষঙ্গিক কাজের জন্য সাপ্তাহিক বন্ধ থাকবে প্রতি শুক্রবার।
বৃহস্পতিবার (১৮ মে) মেট্রোরেল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচির কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, অফিসগামী যাত্রীদের চলাচলের সুবিধার্থে আগামী ৩১ মে থেকে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে।
নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত পিক আওয়ার বিবেচনায় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে। সকাল ১১টা এক মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত অফ-পিক আওয়ার বিবেচনায় মেট্রোরেল চলাচল করবে ১৫ মিনিট পর পর।
একইভাবে বিকাল ৩টা এক মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ মিনিট পর পর এবং সন্ধ্যা ৬টা এক মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে ১৫ মিনিট পর পর।
এনএইচবি/আরএ/
