ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে গ্যাসের স্বল্প চাপ থাকবে

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমে আসায় তিতাসের আওতাধীন এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (১৩ মে) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
তিতাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোখার কারণে এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কমে স্বল্প চাপ বিরাজ করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের স্বল্প চাপ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এদিকে শনিবার (১৩ মে) বেলা ১১টায় আগারগাঁওস্থ আবহাওয়া অধিদপ্তরের কার্যালয় থেকে উপপরিচালক আসাদুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাব মুক্ত হতে রবিবার রাত পর্যন্ত সময় লাগতে পারে।’
এসময় তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা সিডরের মতো শক্তিশালী, তবে বাংলাদেশের একপাশ দিয়ে যাবে তাই ক্ষতির সম্ভাবনা কম।
আরইউ/এসএন
