চলতি বছরেই ঢাকায় চলবে বিদ্যুতচালিত বাস: মেয়র তাপস

চলতি বছরের মধ্যেই ঢাকায় নগর পরিবহনে চালু বিদ্যুতচালিত বাস চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির প্রধান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (৯ মে) ডিএসসিসির বুড়িগঙ্গা হলে বাস রুট র্যাশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে মেয়র এ কথা জানান।
মেয়র তাপস বলেন, আর এ বছরের মধ্যেই ঢাকা নগর পরিবহনে বিদ্যুতচালিত ১০০ বাস চালু করা হবে এবং তা বিআরটিসির মাধ্যমে পরিচালিত হবে।
পুরানো বাস নিয়ে ঢাকা নগর পরিবহন আর পরিচালনা করা হবে না জানিয়ে ব্যারিস্টার শেখ তাপস বলেন, নতুন বাস নিয়ে যে কেউ উদ্যোক্তা হিসেবে আসতে পারেন।
রাজধানীতে গাছকাটার সঙ্গে বাস রুট র্যাশনালাইজেশনের কোনো সম্পর্ক নেই বলে জানান ডিএসসিসি মেয়র।
একই সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, রাজধানীর যানজট নিরসনে আন্তঃনগর বাসস্ট্যান্ড সরিয়ে নিতে ঢাকার বাইরে জমি নির্বাচনের প্রক্রিয়া চলছে। নগর পরিবহনে কোনো লক্কড়ঝক্কড় বাস চলবে না। পরিবেশবান্ধব ইলেকট্রিক বাসের জন্য চার্জিং স্টেশন তৈরির প্রক্রিয়া শুরু হবে।
মেয়র আতিক জানান, বাস রুট র্যাশনালাইজেশনের ২৭তম সভা শেষে জানানো হয়, ২৪, ২৫, ২৭, ২৮ নম্বর রুটেও বাস চালুর জন্য টেন্ডার আহ্বান করা হবে।
সভায় বাস রুট র্যাশনালাইজেশন কমিটির সব সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরইউ/এমএমএ/
