রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন— মো. লোকমান (৩০) ও অজ্ঞাত পরিচয় (৫০)।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রাবাড়ীতে বাসের চাপায় অজ্ঞাত এক ব্যক্তি মারা যান। মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী চৌরাস্তায় রাস্তা পার হচ্ছিল ওই ব্যক্তি। এ সময় 'তুরাগ সিটি সার্ভিস' পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় এবং চালককে আটক করা হয়েছে। একইসঙ্গে বাসটিও (ঢাকা মেট্রো-ব, ১৩-০৩৭৮) জব্দ করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে পুরান ঢাকার বাবু বাজার ব্রিজের সামনে গাড়ির ধাক্কায় লোকমান নামের এক যুবক গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত লোকমানের বাবার নাম মো. কুদ্দুস। তার বাড়ি ভোলা দৌলতখান এলাকায়। বর্তমানে বাবু বাজার এলাকা থাকেন। ফলবিক্রিতা ছিল বলে জানা গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরএ/