রাজধানীতে যুবক খুন

রাজধানীর রায়ের বাজারের আজিজ খান রোড এলাকায় ছুরিকাঘাতে আমির হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
উদ্ধারকারী মিলন জানান, নিহত যুবক রায়ের বাজার শহিদ নগর এলাকার বাসিন্দা। কবির ও হুমায়ুন নামে দুই ব্যক্তি আমিরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় দোকানদার এবং সেখানে উপস্থিত লোকজন এঘটনা দেখেছেন।
তিনি আরও জানান, কবির ও হুমায়ন সম্পর্কে ভাই। তাদের সঙ্গে নিহতের পূর্ব শত্রুতা রয়েছে। গত ৬/৭ মাস পূর্বে কবিরের স্ত্রী সপ্নাকে ছুরি মেরে আহত করেন আমির। এনিয়ে তাদের মধ্যে মামলাও চলছে।
এএইচ/কেএফ/
