পরে জানতে পারি তিনি অভিনেত্রী স্পর্শিয়া: এসআই মাহবুব
চলচ্চিত্র অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে থানায় নেওয়ার আগ পর্যন্ত তাকে চিনতেন না পুলিশ কর্মকর্তা মাহাবুবুল আলম। পরে তিনি জানতে পারেন স্পর্শিয়া একজন চলচ্চিত্র অভিনেত্রী।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর সাতমসজিদ রোডে দ্রুতগতির একটি গাড়ি থামানো হলে এর চালকের খারাপ ব্যবহারের অভিযোগ এবং কথা কাটাকাটির জেরে দুজনকে থানায় নেয় ধানমন্ডি থানা পুলিশ।
পুলিশের দাবি, চালক প্রাঙ্গণ দত্ত অর্ঘ্য ‘মদ্যপ’ ছিলেন। আর ওই গাড়িতে থাকা অভিনয়শিল্পী স্পর্শিয়া বলেন, আমরা কেউই মদ্যপ ছিলাম না। গাড়িও দ্রুত গতিতে চলছিল না। গাড়ি থামানোর পর ‘দুর্ব্যবহারের’ অভিযোগে পুলিশ তাদের থানায় নিয়ে যায় এবং পরে মুচলেকা রেখে গভীর রাতে ছেড়ে দেয়। স্পর্শিয়ার দাবি, মধ্যরাতে তাদের অহেতুক কেন আটকানো হল সেই উত্তর তিনি এখনও পাননি।
কালো রঙের লেক্সাস গাড়িটি চালাচ্ছিলেন ব্যবসায়ী প্রাঙ্গণ। তার বাবা সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত। চালকের পাশের আসনে বসে ছিলেন স্পর্শিয়া। আর টহল ডিউটিতে ছিলেন ধানমণ্ডি থানার উপপরিদর্শক মাহাবুবুল আলমের নেতৃত্বে একটি দল।
ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ কর্মকর্তা মাহাবুবুল আলম বলেন, সাতমসজিদ রোডে ইউনিমার্টের সামনে একটি রিকশা বা সিএনজি চলে আসায় দ্রুতগামী একটি গাড়ি সজোরে ব্রেক কষে দাঁড়িয়ে যায়। পরে তিনি সামনে এগিয়ে গিয়ে চালককে জিজ্ঞাসা করেন ‘ওভারস্পিডে গাড়ি চালাচ্ছেন কেন?’। গাড়িটির চালক তখন নেমে এসে থামানোর জন্য খারাপ ব্যবহার করেন। বলতে থাকেন, ‘হু আর ইউ’। চালকের সঙ্গে একজন তরুণীও ছিলেন। তারা দুজনই পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দেন। এক পর্যায়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা গাড়িসহ তাদের থানায় নিতে বলেন। পরে আমরা জানতে পারি তিনি অভিনেত্রী স্পর্শিয়া।
তিনি আরো বলেন, ওরা ড্রাংক ছিলেন। চালক নিজেই বলেন যে তিনি অল্প পরিমাণে মদ পান করেছেন। তিনি এ কথাও বলেন যে তার মদ পানের পারমিট রয়েছে। তবে সেই পারমিট দেখাতে পারেননি। তিনি খুবই বাজে ব্যবহার করছিলেন। পরে ওসি স্যার বললেন থানায় নিতে। আমরা থানায় নিয়ে গেলাম। পরে সেখানে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তিনি আর এ ধরণের আচরণ করবেন না বলে মুচলেকায় উল্লেখ করেন বলে এসআই মাহবুব জানান। পুরো ঘটনাটা মিটতে রাত প্রায় সাড়ে তিনটা বেড়ে যায় বলে জানায় পুলিশ।
এনএইচ/এএস